চবিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) 'আগামী প্রজন্মের জৈবপ্রযুক্তি : অসাধারণত্বের পথে'- প্রতিপাদ্যে 'আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স' অনুষ্ঠিত হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) যৌথ উদ্যোগে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। জীববিজ্ঞান অনুষদের মিলনায়তনে ২৭ জানুয়ারি এই কনফারেন্সের উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের প্রায় ৫৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ৫২০ জন অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতসহ পৃথিবীর ৮টি দেশের গবেষক এবং শিল্প উদ্যোক্তারা এতে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। এতে মূল বক্তা হিসেবে ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক অধ্যাপক ডক্টর উৎপল বোরা, আইসিডিডিআর,বি'র সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ডক্টর মো. সলিমুলস্নাহ, আইসিডিডিআর,বি'র সিনিয়র সায়েন্টিস্ট (ইমিরেটাস) ডক্টর রুবহানা রাকিবসহ পৃথিবী খ্যাত শতাধিক গবেষক এতে অংশগ্রহণ করেন। বৈজ্ঞানিক প্রবন্ধ আলোচনায় (পস্ন্যানারি সেশন) মূল বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর উৎপল বোরা।