সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:ব্রাজিলে কোন ভাষায় কথা বলা হয়? উত্তর:পর্তুগিজ। প্রশ্ন:মূল ভূখন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি টাইমজোন আছে? উত্তর:চারটি; তারা হলো পূর্ব, মধ্য, পর্বত, প্রশান্ত মহাসাগর। প্রশ্ন:ইউরোপ অঞ্চলে কয়টি দেশ আছে? (জাতিসংঘ দ্বারা স্বীকৃত) উত্তর:৪৪টি। প্রশ্ন: আপনি যদি থ্রি পিকস চ্যালেঞ্জ সম্পূর্ণ করেন তাহলে আপনি যুক্তরাজ্যের কোন তিনটি পর্বত আরোহণ করতেন? উত্তর:বেন নেভিস, স্নোডন, স্ক্যাফেল পাইক। প্রশ্ন:ফরাসিরা ইংরেজি চ্যানেলকে কী বলে? উত্তর:লা মাঞ্চে। প্রশ্ন:জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য আছে? উত্তর:পাঁচ: চীন, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন : উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য গজঞ খরহব-১ এর দৈর্ঘ্য কত? উত্তর :৩১.২৪১ কি.মি। প্রশ্ন:দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে? উত্তর :নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে। প্রশ্ন: ১২ ফেব্রম্নয়ারি ২০২৩ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে? উত্তর :ড. সালমা সিদ্দিকা। প্রশ্ন:বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (ইওউঝ) পোস্ট ইনুমারেশন চেক (চঊঈ) প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত? উত্তর :১৬,৯৮,২৮,৯১১ জন। প্রশ্ন:বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর :মিঠামইন, কিশোরগঞ্জ। প্রশ্ন:মিরপুর-কালশী ফাইওভারের দৈর্ঘ্য কত? উত্তর :২.৩৪ কি.মি। প্রশ্ন:বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী কবে শনাক্ত হয়? উত্তর :২০০১ সালে, মেহেরপুর জেলায়। প্রশ্ন: বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? উত্তর :৫৫৮ মার্কিন ডলার। প্রশ্ন: কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণের ঋণ দিয়েছে? উত্তর :বিশ্বব্যাংক (১,৮১৬ কোটি মা.ড.)। শিক্ষা জগৎ ডেস্ক য়প্রশ্ন:ব্রাজিলে কোন ভাষায় কথা বলা হয়? উত্তর:পর্তুগিজ। প্রশ্ন:মূল ভূখন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি টাইমজোন আছে? উত্তর:চারটি; তারা হলো পূর্ব, মধ্য, পর্বত, প্রশান্ত মহাসাগর। প্রশ্ন:ইউরোপ অঞ্চলে কয়টি দেশ আছে? (জাতিসংঘ দ্বারা স্বীকৃত) উত্তর:৪৪টি। প্রশ্ন: আপনি যদি থ্রি পিকস চ্যালেঞ্জ সম্পূর্ণ করেন তাহলে আপনি যুক্তরাজ্যের কোন তিনটি পর্বত আরোহণ করতেন? উত্তর:বেন নেভিস, স্নোডন, স্ক্যাফেল পাইক। প্রশ্ন:ফরাসিরা ইংরেজি চ্যানেলকে কী বলে? উত্তর:লা মাঞ্চে। প্রশ্ন:জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য আছে? উত্তর:পাঁচ: চীন, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন : উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য গজঞ খরহব-১ এর দৈর্ঘ্য কত? উত্তর :৩১.২৪১ কি.মি। প্রশ্ন:দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে? উত্তর :নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে। প্রশ্ন: ১২ ফেব্রম্নয়ারি ২০২৩ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে? উত্তর :ড. সালমা সিদ্দিকা। প্রশ্ন:বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (ইওউঝ) পোস্ট ইনুমারেশন চেক (চঊঈ) প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত? উত্তর :১৬,৯৮,২৮,৯১১ জন। প্রশ্ন:বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর :মিঠামইন, কিশোরগঞ্জ। প্রশ্ন:মিরপুর-কালশী ফাইওভারের দৈর্ঘ্য কত? উত্তর :২.৩৪ কি.মি। প্রশ্ন:বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী কবে শনাক্ত হয়? উত্তর :২০০১ সালে, মেহেরপুর জেলায়। প্রশ্ন: বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? উত্তর :৫৫৮ মার্কিন ডলার। প্রশ্ন: কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণের ঋণ দিয়েছে? উত্তর :বিশ্বব্যাংক (১,৮১৬ কোটি মা.ড.)।