এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
১২. মিশরীয়দের প্রিয় রং কী ছিল? ক. লাল ও সবুজ খ. লাল ও কালো গ. সাদা ও কালো ঘ. লাল ও নীল উত্তর :গ. সাদা ও কালো ১৩. মিশরীয়দের বর্ণমালায় কতটি ব্যঞ্জন বর্ণ ছিল? ক. ২২ খ. ২৩ গ. ২৪ ঘ. ২৫ উত্তর :গ. ২৪ ১৪. মিশরীয়দের লিখন পদ্ধতিকে কী বলা হতো? ক. হায়ারোগিস্নফিক খ. কিউনিফর্ম গ. মেসোপটেমীয় লিপি ঘ. মিশরীয় লিপি উত্তর :ক. হায়ারোগিস্নফিক ১৫. বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায় গুপ্ত, সেন, পাল প্রভৃতি আমলের- র. শিলালিপিতে রর. স্মৃতিস্তম্ভে ররর. সাহিত্যগ্রন্থে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও ররর ১৬. বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায়- র. গুপ্তযুগে উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্যগ্রন্থে রর. সেনযুগে উৎকীর্ণ শিলালিপিতে ররর. পালযুগে উৎকীর্ণ সাহিত্যগ্রন্থে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ১৭. প্রাচীন পুন্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়? ক. পাহাড়পুরে খ. উয়ারী-বটেশ্বরে গ. নওগাঁতে ঘ. মহাস্থানগড়ে উত্তর :ঘ. মহাস্থানগড়ে ১৮. প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কোন জনপদ প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল? ক. পুন্ড্র খ. বঙ্গ গ. গৌড় ঘ. হরিকেল উত্তর:ক. পুন্ড্র ১৯. বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া যায়? ক. চন্দ্রদ্বীপে খ. তাম্রলিপ্ততে গ. বরেন্দ্রে ঘ. পুন্ড্রে উত্তর :ঘ. পুন্ড্রে ২০. বঙ্গের প্রতিবেশী জনপদ কোনটি? ক. পুন্ড্র খ. গৌড় গ. হরিকেল ঘ. সমতট উত্তর : ঘ. সমতট ২১. বর্তমান কুমিলস্নার প্রাচীন নাম কী ছিল? ক. বঙ্গ খ. পুন্ড্র গ. সমতট ঘ. হরিকেল উত্তর :গ. সমতট ২২. বড় কামতা কোন জেলায় অবস্থিত? ক. রংপুর খ. দিনাজপুর গ. কুমিলস্না ঘ. রাজশাহী উত্তর :গ. কুমিলস্না ২৩. কত শতকে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়? ক. নবম খ. দশম গ. একাদশ ঘ. দ্বাদশ উত্তর :ঘ. দ্বাদশ ২৪. বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক. সামন্ত সেন খ. বিজয় সেন গ. লক্ষ্ণণ সেন ঘ. অজয় সেন উত্তর : ক. সামন্ত সেন ২৫. বিজয় সেনের শাসনকাল কোনটি? ক. ১০৯৮-১১৬০ খ্রিষ্টাব্দ খ. ১০৯৯-১১৬১ খ্রিষ্টাব্দ গ. ১১০০-১১৬২ খ্রিষ্টাব্দ ঘ. ১১০১-১১৬৩ খ্রিষ্টাব্দ উত্তর : ক. ১০৯৮-১১৬০ খ্রিষ্টাব্দ ২৬. কাদের প্রতি বলস্নাল সেনের যথেষ্ট অনুরাগ ছিল? ক. শিক্ষিতদের খ. ধার্মিকদের গ. আত্মীয়দের ঘ. বিদ্যা ও বিদ্বানের উত্তর :ঘ. বিদ্যা ও বিদ্বানের ২৭. 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা'- এই বক্তব্য কোন আন্দোলনকে গতিশীল করে? ক. ভাষা আন্দোলন খ. ছয় দফা আন্দোলন গ. ঊনসত্তরের গণঅভু্যত্থান ঘ. ছাত্রদের এগারো দফা আন্দোলন উত্তর :ক. ভাষা আন্দোলন ২৮. লিয়াকত আলী খান কখন নিহত হন? ক. ১৯৫০ খ্রিষ্টাব্দে খ. ১৯৫১ খ্রিষ্টাব্দে গ. ১৯৫২ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৫৫ খ্রিষ্টাব্দে উত্তর :খ. ১৯৫১ খ্রিষ্টাব্দে ২৯. লিয়াকত আলী খান কীভাবে নিহত হন? ক. যুদ্ধে খ. দাঙ্গায় গ. আত্মহত্যায় ঘ. আততায়ীর হাতে উত্তর :ঘ. আততায়ীর হাতে ৩০. ঈঙচ-এর পূর্ণ নাম কী? ক. ঈড়সনরহব ঙঢ়ঢ়ড়ংরঃব চধৎঃু খ. ঈড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ চধৎঃু গ. ঈড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃব চধৎঃু ঘ. ঈড়সনরহব ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ চধৎঃু উত্তর :খ. ঈড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ চধৎঃু ৩১. আগরতলা মামলার আসামি হিসেবে সমর্থনযোগ্য নাম হলো- র. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রর. সার্জেন্ট সামসুল হক ররর. মাহফুজুল বারী নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ৩২. জাতীয় পরিষদের মোট সদস্যসংখ্যা কত ছিল? ক. ২১৩ খ. ৩১৩ গ. ৩৩০ ঘ. ৩৫০ উত্তর :খ. ৩১৩ ৩৩. স্বাধীন বাংলার বিপস্নবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত ছিল? ক. সাভারে খ. মুজিবনগরে গ. কালুরঘাটে ঘ. গাজীপুরে উত্তর :গ. কালুরঘাটে ৩৪. পাক-বাহিনী মুজিবনগর সরকারের শপথ গ্রহণের কত ঘণ্টা পর বোমা বর্ষণ করে? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তর :ক. ২