পঞ্চম শ্রেণির পড়াশোনা বিজ্ঞান

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
২৩। নিচের কোনটি জড় পরিবেশের উপাদান? ক. পাথর খ. উদ্ভিদ গ. মাছ ঘ. পাখি উত্তর :ক. পাথর ২৪। যেকোনো বাস্তুসংস্থান কয়টি খাদ্য শৃঙ্খল থাকতে পারে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. একাধিক উত্তর :ঘ. একাধিক ২৫। পরাগায়ন প্রক্রিয়ায় উদ্ভিদের কোনটি ঘটে? ক. বংশবৃদ্ধি হয় খ. খাদ্য তৈরি হয় গ. শ্বসন ক্রিয়া ঘটে ঘ. খাদ্য শৃঙ্খল গঠিত হয় উত্তর :ক. বংশবৃদ্ধি হয় ২৬। নিচের কোনটি জড় পরিবেশের উপাদান? ক. পাথর খ. মাছ গ. উদ্ভিদ ঘ. পাখি উত্তর :ক. পাথর ২৭। খাদ্য তৈরির পর উদ্ভিদ বায়ুমন্ডলে কোনটি নির্ভর করে? ক. হাইড্রোজেন খ. অক্সিজেন গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড উত্তর :খ. অক্সিজেন ২৮। পরাগায়ন না হলে উদ্ভিদের কী সৃষ্টি হতো না? ক. পাতা খ. ফুল গ. ফল ঘ. বীজ উত্তর :ঘ. বীজ ২৯। উদ্ভিদ বায়ু থেকে কোনটি গ্রহণ করে? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড উত্তর :ঘ. কার্বন ডাইঅক্সাইড ৩০। কোনটি উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়ায়? ক. উদ্ভিদ খ. জীব ঘ. অণুজীব ঘ. প্রাণী উত্তর :ঘ. প্রাণী ৩১। কোনটি উদ্ভিদ ও প্রাণীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে? ক. পাথর খ. মাটি গ. বালি ঘ. কাগজ উত্তর :খ. মাটি ৩২। নিচের কোনটি খাদ্য শৃঙ্খল তৈরিতে অংশগ্রহণ করে না? ক. তৃণ খ. ঘাসফড়িং গ. ব্যাঙ ঘ. সূর্য উত্তর :ঘ. সূর্য ৩৩। সবুজ পাতায় খাদ্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয় না? ক. পানি খ. ক্লোরোফিল গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. অক্সিজেন উত্তর :ঘ. অক্সিজেন ৩৪। কোনটি জীব পরিবেশের অন্তর্ভুক্ত? ক. আলো খ. নদী গ. মানুষ ঘ. জঙ্গল উত্তর :গ. মানুষ ৩৫। পাহাড় কোন পরিবেশের উপাদান? ক. জড় খ. জীব গ. সামাজিক ঘ. মরু উত্তর :ঘ. মরু ৩৬। প্রাণীরা শ্বাসকার্যে কোনটি গ্রহণ করে? ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. হিলিয়াম উত্তর :খ. অক্সিজেন ৩৭। কোন জড় পদার্থগুলো জীবের জীবনধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক. বৃষ্টি, নদী, পাখি খ. সূর্য, পানি, বায়ু গ. সাগর, সাপ, বালি ঘ. ইট, কাগজ, হাতী উত্তর :খ. সূর্য, পানি, বায়ু ৩৮। শক্তির প্রধান উৎস কী? ক. কয়লা খ. তেল গ. সূর্য ঘ. জীবাশ্ম জ্বালানি উত্তর :গ. সূর্য ৩৯। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন? ক. কার্বন ডাইঅক্সাইড খ. বস্তু গ. শিক্ষা ঘ. শক্তি উত্তর :ক. কার্বন ডাইঅক্সাইড হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়