বৃত্তি পেলেন ঢাবির ছয় শিক্ষার্থী

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের ৬ শিক্ষার্থীকে 'মিতসুবিশি করপোরেশন বৃত্তি' দেওয়া হয়েছে। পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য প্রতি শিক্ষার্থী ১ লাখ ৩২ হাজার টাকা বৃত্তি পেয়েছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আজমির আলম, সাবিব মো. সাদাকাতুল বারী, শানরিয়া জেবিন, মোহসিনা নাওয়াজ, পিয়াস কুমার পাল এবং এস এম রিফাত হোসেন। মিতসুবিশি করপোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিয়ুংগো লি ৭ লাখ ৯২ হাজার টাকার একটি চেক ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামালের হাতে তুলে দেন।