জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
প্রশ্ন:ওহফরধ: ঞযব গড়ফর ছঁবংঃরড়হ কী? উত্তর : বিবিসি কর্তৃক সম্প্রচারিত দুই পর্বের তথ্যচিত্র। প্রশ্ন: হিন্ডেনবার্গ রিসার্চ কী? উত্তর :হিন্ডেনবার্গ রিসার্চ হলো একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান (প্রতিষ্ঠাতা :নাথান অ্যান্ডারসন; ২০১৭ সালে)। প্রশ্ন:ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ? উত্তর :প্রথম ভারত, দ্বিতীয় ফিলিপাইন, তৃতীয় বাংলাদেশ। ক্রীড়াঙ্গন প্রশ্ন: ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে? উত্তর : আরিনা সাবালেঙ্কা। বেলারুশিয়ান তারকার এটিই প্রথম গ্র্যান্ডস্স্নাম শিরোপা। প্রশ্ন: ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? উত্তর :নোভাক জকোভিচ (সার্বিয়া)। প্রশ্ন:২০তম ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর :১২-২২ ডিসেম্বর ২০২৩, সৌদি আরব। প্রশ্ন:২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর :বাংলাদেশ। প্রশ্ন:বাংলাদেশের টেনিসে প্রথম নারী রেফারি কে? উত্তর:মাসফিয়া আফরিন। প্রশ্ন:এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেন কে? উত্তর :ইমরানুর রহমান। প্রশ্ন:বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দু'টি দেশের হয়ে সেঞ্চুরি করেন কোন ব্যাটার? উত্তর :গ্যারি ব্যালান্স (প্রথম ওয়েসেলস)। প্রশ্ন :বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর :পঞ্চম তফসিল। প্রশ্ন :রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? উত্তর :৪টি। প্রশ্ন :বাংলাদেশের সংবিধান দিবস কবে? উত্তর :৪ নভেম্বর। প্রশ্ন :বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে- উত্তর :৬ বার প্রশ্ন :ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠিত হয় ্ত উত্তর : ১৯৯২ সালে।