বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
৮. শ্বাসকষ্টের রোগীর জন্য সিলিন্ডারে কী গ্যাস রাখা হয়? ক. অক্সিজেন খ. মিথেন গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন উত্তর :ক. অক্সিজেন ৯. পাহাড়-পর্বতের চূড়ায় কোন গ্যাস কম থাকে? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন উত্তর :ক. অক্সিজেন ১০. বায়ুর কোন উপাদান আমরা গ্রহণ করি? ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন উত্তর :খ. অক্সিজেন ১১. ইউরিয়া সার তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প উত্তর :নাইট্রোজেন ১২. আমরা যে কোমল পানীয় পান করি তাতে মিশানো হয় কোনটি? ক. জলীয় বাষ্প খ. হাইড্রোজেন গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই অক্সাইড উত্তর :ঘ. কার্বন ডাই অক্সাইড ১৩. কোন ধরনের বৃষ্টি সকল জীবের জন্য ক্ষতিকর? ক. শিলা বৃষ্টি খ. ঝড় বৃষ্টি গ. এসিড বৃষ্টি ঘ. ক্ষার বৃষ্টি উত্তর :গ. এসিড বৃষ্টি ১৪. কোনটি বৃষ্টির পানিতে এসিডযুক্ত করে? ক. কার্বন ডাই অক্সাইড খ. সালফার অক্সাইড গ. কার্বন মনোক্সাইড ঘ. পারঅক্সাইড উত্তর :সালফার অক্সাইড ১৫. মাছ, মাংস, ফল ইত্যাদি খাদ্য টিনজাতের মাধ্যমে সংরক্ষণ করার সময় ব্যবহৃত হয়- ক. অক্সিজেন গ্যাস খ. নাইট্রোজেন গ্যাস গ. কার্বন ডাই অক্সাইড ঘ. কার্বন মনোক্সাইড উত্তর :নাইট্রোজেন গ্যাস ১৬. ইটের ভাটা কোথায় স্থাপন করা উচিত? ক. লোকালয় থেকে দূরে খ. লোকালয়ের কাছে গ. বস্তির পাশে ঘ. গ্রামের ঠিক মাঝখানে উত্তর :ক. লোকালয় থেকে দূরে ১৭. চুল শুকানো যন্ত্রে কী প্রবাহিত হয়? ক. ঠান্ডা বায়ু খ. গরম বায়ু গ. অক্সিজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড উত্তর :খ. গরম বায়ু ১৮. কোন গাছের পাতা দিয়ে চরকা বানানো যায়? ক. নারকেল খ. বেল গ. তেঁতুল ঘ. বাঁশ উত্তর :ক. নারকেল ১৯. কোনটি ছাড়া আগুন জ্বালানো অসম্ভব? ক. নাইট্রোজেন খ. জলীয়বাষ্প গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. অক্সিজেন উত্তর :গ. কার্বন ডাইঅক্সাইড ২০. বায়ুদূষণ রোধে তুমি কী করবে? ক. যেখানে সেখানে ময়লা ফেলব খ. বেশি করে গাছ লাগাব গ. বেশি করে গাছ কাটব ঘ. যেখানে সেখানে থুথু ফেলব উত্তর :খ. বেশি করে গাছ লাগাব ২১. বায়ু দূষণের ফলে নিচের কোন রোগটি হয়? ক. হৃদরোগ খ. চর্মরোগ গ. হাম ঘ. কাশি উত্তর :ক. হৃদরোগ ২২. জীবাশ্ম পোড়ানোর ফলে বাতাসে কী নির্গত হয়? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড উত্তর :ঘ. কার্বন ডাইঅক্সাইড ২৩। জীবাশ্ম জ্বালানি পোড়ানের ফলে কোনটি ঘটে? ক. এসিড বৃষ্টি খ. জনসংখ্যা বৃদ্ধি গ. ভূমিকম্প ঘ. ভূমিক্ষয় উত্তর :ক. এসিড বৃষ্টি ২৪. বায়ুতে দূষিত গ্যাস বেড়ে গেলে কী হয়? ক. উষ্ণতা বৃদ্ধি পায় খ. এসিড বৃষ্টি হয় গ. অনেক লোক মারা যায় ঘ. ক ও খ সঠিক উত্তর :ক ও খ সঠিক ২৫. বিভিন্ন কারণে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে পরিবেশে কী ঘটে? ক. উষ্ণতা বৃদ্ধি পায় খ. উষ্ণতা কম গ. উষ্ণতা স্থিতিশীল থাকে ঘ. ঠান্ডা বাড়ে উত্তর :ক. উষ্ণতা বৃদ্ধি পায় ২৬. আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান কোনটি? ক. বায়োগ্যাস খ. নলকূপের পানি গ. কার্বমনোক্সাইড ঘ. অক্সিজেন উত্তর :গ. কার্বমনোক্সাইড ২৭. বায়ুদূষণের কারণে মানবদেহে কোন মারাত্মক রোগটি হয়? ক. বসন্ত খ. এলার্জি গ. টিউমার ঘ. টাইফয়েড উত্তর :খ. এলার্জি ২৮. এসিড বৃষ্টির ফলে কী হয়? ক. জীব দ্রম্নত বৃিদ্ধ পায় খ. জীব মারা যেতে পারে গ.পুকুরের পানি বিশুদ্ধ হয় ঘ. ফসলের ফলন বৃদ্ধি পায় উত্তর :খ. জীব মারা যেতে পারে ২৯. মুক্তা শ্বাসকষ্টের রোগী। এই রোগের কারণ- ক. মাটি দূষণ খ. শব্দ দূষণ গ. পানি দূষণ ঘ. বায়ু দূষণ উত্তর :ঘ. বায়ু দূষণ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়