জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: ২০১৮ সালের ভারতের ধনীতম রাজ্য কোনগুলো? উত্তর: প্রথম স্থানে, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু দ্বিতীয় স্থানে রয়েছে। প্রশ্ন: প্রথম বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? উত্তর: ৭ জুন। প্রশ্ন: মহিলাদের সুরক্ষার জন্য কোন রাজ্য গোলাপী সারথী যানবাহন চালু করেছে? উত্তর: কর্ণাটক। প্রশ্ন: ফ্রেঞ্চ ওপেনের ২০১৯ সালের প্রতিযোগিতায় পুরুষদের একক শিরোপা কে জিতেছে? উত্তর: রাফায়েল নাদাল। প্রশ্ন: কোন ভারতীয়কে আমেরিকান দার্শনিক সোসাইটির সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছিল? উত্তর: রোমিলা থাপার। প্রশ্ন: ভারতের কোন রাজ্য সরকার মেয়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়িয়েছে? উত্তর: রাজস্থান সরকার। প্রশ্ন: মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে ছিলেন? উত্তর: বাচেন্দ্রী পাল। প্রশ্ন: এক দশকে ২০০০০ রান সংগ্রহকারী প্রথম ক্রিকেটার কে? উত্তর: বিরাট কোহলি। প্রশ্ন: কোন আইআইটি গবেষকরা একটি নতুন রক্ত পরীক্ষার যন্ত্র তৈরি করেছেন? উত্তর: আইআইটি খড়গপুর। প্রশ্ন: কে জল চালিত মহাকাশযানে প্রদর্শন করেছেন? উত্তর: নাসা। প্রশ্ন: ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে? উত্তর: মিতালি রাজ। প্রশ্ন : চারদেশীয় জোট কোয়াডের সদস্য নয় কোন দেশ? উত্তর : সিঙ্গাপুর প্রশ্ন : প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন? উত্তর : ব্রাজিল প্রশ্ন : আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর : ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) প্রশ্ন : প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর : নিউজিল্যান্ড