দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৩২. 'সুভা' কী জাতীয় রচনা? উত্তর : 'সুভা' ছোটগল্প জাতীয় রচনা। ৩৩. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যের নাম কী? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যের নাম বনফুল। ৩৪. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ জন্মগ্রহণ করেন। ৩৫. রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ৩৬. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী? উত্তর : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ৩৭. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর : 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ ঝড়হম ঙভভবৎরহমং সংকলনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। ৩৮. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? উত্তর : এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। ৩৯. রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়? উত্তর : ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয়। ৪০. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে মৃতু্যবরণ করেন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১৩৪৮ সনে (১৯৪১ খ্রিষ্টাব্দে) মৃতু্যবরণ করেন। ৪১. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃতু্যবরণ করেন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃতু্যবরণ করেন। ৪২. সুভাষিণীরা কয় বোন ছিল? উত্তর : সুভাষিণীরা তিন বোন ছিল। ৪৩. সুভাষিণী বোনদের মধ্যে কততম? উত্তর : সুভাষিণী বোনদের মধ্যে তৃতীয়। ৪৪. মেয়েটার নাম সুভাষিণী রাখা হয়েছিল কেন? উত্তর : মিলের অনুরোধে মেয়েটার নাম সুভাষিণী রাখা হয়েছিল। ৪৫. সবাই মেয়েটিকে সংক্ষেপে কী বলে ডাকত? উত্তর : সবাই মেয়েটিকে সংক্ষেপে 'সুভা' বলে ডাকত। ৪৬. বাণীকণ্ঠের বড় মেয়ে দুটির বিয়ে কীভাবে হয়েছে? উত্তর : দস্তরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বাণীকণ্ঠের বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে। ৪৭. ছোট মেয়েটি পিতা-মাতার কোন অনুভূতির মতো বিরাজ করেছিল? উত্তর : ছোট মেয়েটি পিতা-মাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করেছিল। ৪৮. সুভা কথা না বলতে পারলেও কী করতে পারত? উত্তর : সুভা কথা না বলতে পারলেও অনুভব করতে পারত। ৪৯. সুভা সবসময় কী চেষ্টা করত? উত্তর : সুভা সবসময় নিজেকে সবার কাছ থেকে গোপন করার চেষ্টা করত। ৫০. সুভা কী মনে করত? উত্তর : সুভা মনে করত তাকে সবাই ভুলে গেলে সে বাঁচে। ৫১. সুভার মা সুভাকে কীভাবে দেখতেন? উত্তর : সুভার মা সুভাকে তার নিজের ত্রম্নটিস্বরূপ দেখতেন। ৫২. মায়েরা মেয়েকে কীসের অংশরূপে দেখেন? উত্তর : মায়েরা মেয়েকে নিজের অংশরূপে দেখেন। ৫৩. মেয়ের কোনো ত্রম্নটি থাকলে মায়েরা তা কীভাবে দেখেন? উত্তর : মেয়ের কোনো ত্রম্নটি থাকলে মায়েরা নিজের ত্রম্নটি বলে দেখতেন। ৫৪. বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন? উত্তর : বাণীকণ্ঠ তিন মেয়ের মধ্যে সুভাকে বেশি ভালোবাসতেন। ৫৫. সুভার মা কী জ্ঞান করে সুভার ওপর বিরক্ত ছিলেন? উত্তর : সুভার মা নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে সুভার মা বিরক্ত ছিলেন। ৫৬. সুভার কথা না থাকলেও কী গুণ ছিল? উত্তর : সুভার কথা না থাকলেও সুদীর্ঘ পলস্নববিশিষ্ট বড় বড় কালো চোখ ছিল। ৫৭. সুভার ওষ্ঠাধর কীসের মতো কেঁঁপে উঠত? উত্তর : সুভার ওষ্ঠাধর কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। ৫৮. কখনো কখনো সুভা কীসের মতো চেয়ে থাকত? উত্তর : কখনো কখনো সুভা অস্তমান চন্দ্রের মতো চেয়ে থাকত। ৫৯. সুভা অবসর পেলেই কোথায় গিয়ে বসে? উত্তর : সুভা অবসর পেলেই নদী তীরে গিয়ে বসে। ৬০. গোয়ালের গাভী দুটি সুভার কে? উত্তর : গোয়ালের গাভী দুটির সুভার অন্তরঙ্গ বন্ধু। ৬১. সুভা নিয়মিত কয়বার গোয়ালে যেত? উত্তর : সুভা নিয়মিত তিনবার গোয়ালে যেত। ৬২. সুভার আরও দুটি অন্তরঙ্গ বন্ধু কে কে? উত্তর : ছাগল ও বিড়াল শাবক। ৬৩. সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী কে? উত্তর : সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী প্রতাপ। ৬৪. প্রতাপ কাদের ছেলে? উত্তর : প্রতাপ গোঁসাইদের ছেলে। ৬৫. বাণীকণ্ঠ দুই বেলা কী খেত বলে গ্রামের অনেকেই হিংসা করত? উত্তর : মাছ-ভাত। পরবর্তী অংশ আগামী সংখ্যায়