বসিএিস প্রস্তুতি (বাংলা)

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

জিনান বিনতে জামান প্রভাষক, ঢাকা কলেজ য়
১. সূর্য এর প্রতিশব্দ- ক) সুধাংশু খ) শশাংক গ) আদিত্য ঘ) বিধূ সঠিক উত্তর : গ) আদিত্য ২. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? ক) ১৯১৩ খ) ১৯১৫ গ) ১৯১৭ ঘ) ১৯১৯ সঠিক উত্তর : ঘ) ১৯১৯ ৩. 'রায়নন্দিনী' কার লেখা? ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) ইসমাইল হোসেন সিরাজী গ) শরৎচন্দ্র ঘ) মীর মশাররফ হোসেন সঠিক উত্তর : খ) ইসমাইল হোসেন সিরাজী ৪. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে? ক) ১৯৫৫ খ্রিস্টাব্দ খ) ১৩৫৫ বঙ্গাব্দ গ) ১৯৫৩ খ্রিস্টাব্দ ঘ) ১৩৪৭ বঙ্গাব্দ সঠিক উত্তর : ক) ১৯৫৫ খ্রিস্টাব্দ ৫. 'নেমেসিস' কার লেখা? ক) নুরুল মোমেন খ) জহির রায়হান গ) মুজতবা আলী ঘ) সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর : ক) নুরুল মোমেন ৬. কোনটি উপন্যাস? ক) নতুন চাঁদ খ) শর্মিষ্ঠা গ) কন্যা কুমারী ঘ) গড্ডালিকা সঠিক উত্তর : গ) কন্যা কুমারী ৭. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? ক) আলাওল খ) দৌলত কাজী গ) কোরেশী মাগন ঠাকুর ঘ) সৈয়দ সুলতান সঠিক উত্তর : খ) দৌলত কাজী ৮. মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? ক) ১৯২৬ খ) ১৯২৭ গ) ১৯২৮ ঘ) ১৩২৮ সঠিক উত্তর : খ) ১৯২৭ ৯. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক) অরণি খ) কলেস্নাল গ) নবশক্তি ঘ) ক্রান্তি সঠিক উত্তর : ঘ) ক্রান্তি ১০. 'কদ' কোন ধরনের উপসর্গ? ক) খাঁটি বাংলা খ) সংস্কৃৃত গ) আরবি ঘ) বিদেশি সঠিক উত্তর : ক) খাঁটি বাংলা ১১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? ক) বাংলা সাহিত্যের ইতিহাস খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ) বঙ্গভাষা ও সাহিত্য ঘ) বাংলা সাহিত্যের কথা সঠিক উত্তর : গ) বঙ্গভাষা ও সাহিত্য ১২. 'হুলিয়া' কবিতাটি কার রচনা? ক) নির্মলেন্দু গুণ খ) রুদ্র মুহাম্মদ শহিদুলস্নাহ গ) আবু জাফর ওবায়দুলস্নাহ ঘ) দাউদ হায়দার সঠিক উত্তর : ক) নির্মলেন্দু গুণ ১৩. কে বাঙালি কবি? ক) লুইপা খ) কাহ্নপা গ) ভুসুকুপা ঘ) শবরপা সঠিক উত্তর : গ) ভুসুকুপা ১৪. 'চন্দ্রমুখী' কোন সমাস? ক) কর্মধারয় খ) বহুব্রীহি গ) উপমান কর্মধারয় ঘ) রূপক কর্মধারয় সঠিক উত্তর : খ) বহুব্রীহি ১৫. 'এ মাটি সোনার বাড়া-' কোন কবিতার অংশ? ক) দুই বিঘা জমি খ) রূপসী বাংলা গ) মানুষের মানচিত্র ঘ) আবার আসিব ফিরে সঠিক উত্তর : ক) দুই বিঘা জমি ১৬. 'পাখি সব করে রব রাতি পোহাইল'- পঙ্‌ক্তির রচয়িতা কে? ক) রামনারায়ণ তর্করত্ন খ) বিহারীলাল চক্রবর্তী গ) কৃষ্ণচন্দ্র মজুমদার ঘ) মদনমোহন তর্কালঙ্কার সঠিক উত্তর : ঘ) মদনমোহন তর্কালঙ্কার