বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
৯ম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি সঠিক উত্তরটি খাতায় লেখ। ১. জহির একটি বৈদু্যতিক বাতি তৈরি করে, যা বিদু্যৎ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে জ্বলে ওঠে। এক্ষেত্রে জহির হলো-- ক. প্রযুক্তিবিদ খ. বিজ্ঞানী গ. উদ্ভাবক ঘ. দার্শনিক উত্তর:গ. উদ্ভাবক ২. মইন তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিষয়ে কৌতূহলী হয়ে উঠল। এটি বৈজ্ঞানিক পদ্ধতির কোন ধাপ? ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ উত্তর:ক. ১ম ৩. আরাফ মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে চায়। তাকে ব্যবহার করতে হবে-- ক. টেলিস্কোপ খ. মাইক্রোস্কোপ গ. দূরবীক্ষণ যন্ত্র ঘ. অণুবীক্ষণ যন্ত্র উত্তর:খ. মাইক্রোস্কোপ ৪. জালালদের এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানা থেকে অনবরত কালো ধোঁয়া নির্গত হয়। এর প্রভাব কোনটি? ক. বায়ুদূষণ ও পানি দূষণ খ. মাটি দূষণ ও এসিড বৃষ্টি গ. বৈশ্বিক উষ্ণায়ন ও পানি দূষণ ঘ. বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টি উত্তর:ক. বায়ুদূষণ ও পানি দূষণ ৫. মি. সালাউদ্দিন একজন বিজ্ঞানী। তিনি কী করেন? ক. যন্ত্রপাতির উদ্ভাবন খ. বাস্তব সমস্যার সমাধান গ. প্রযুক্তি আবিষ্কার ঘ. প্রকৃতি নিয়ে গবেষণা উত্তর:গ. প্রযুক্তি আবিষ্কার ৬. মনি বিদু্যৎ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে অনেক তথ্য উদঘাটন করেন। এক্ষেত্রে মনি হলো- ক. বিজ্ঞানী খ. প্রযুক্তিবিদ গ. উদ্ভাবক ঘ. আবিষ্কারক উত্তর:ঘ. আবিষ্কারক ৭. শামসু অধিক ফলনশীল, পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদ চাষ করতে চায়। তাকে ব্যবহার করতে হবে- ক. যান্ত্রিক প্রযুক্তি খ. রাসায়নিক প্রযুক্তি গ. জৈব প্রযুক্তি ঘ. অজৈব প্রযুক্তি উত্তর:গ. জৈব প্রযুক্তি ৮. কৃষক রব মোলস্না বেশি ফলনের আশায় তার জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগ করেন। এর প্রভাব কোনটি? ক. বায়ু দূষণ খ. জীবের ক্ষতি গ. অধিক ফলন ঘ. স্বল্প সময়ে ফসল উৎপাদন উত্তর:খ. জীবের ক্ষতি ৯. প্রযুক্তি উদ্ভাবন করতে কোনটি ব্যবহার করতে হবে? ক. প্রাচীন ইতিহাসের জ্ঞান খ. সাহিত্যের জ্ঞান গ. বৈজ্ঞানিক জ্ঞান ঘ. পূর্ব অভিজ্ঞতা উত্তর:গ. বৈজ্ঞানিক জ্ঞান ১০. একটি গাড়ি তৈরি করতে নূর উদ্দীনকে কোন বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহার করতে হবে? ক. তাপ ও যান্ত্রিক শক্তি খ. জলীয় বাষ্প গ. চৌম্বক শক্তি ঘ. আলো উত্তর:ক. তাপ ও যান্ত্রিক শক্তি ১১. সুমাইয়া জাদুঘরে গিয়ে পাথরের হাতিয়ার দেখতে পায়। এটি কী ধরনের প্রযুক্তি? ক. আধুনিক খ. কৃষি গ. সরল ঘ. অতিপ্রাচীন উত্তর:ঘ. অতিপ্রাচীন ১২. নাহিদ রেলগাড়িতে চড়ে তার নানাবাড়ি যায়। এ গাড়িতে পূর্বে ব্যবহৃত হতো কোনটি? ক. সার্চ ইঞ্জিন খ. বাষ্পীয় ইঞ্জিন গ. বৈদু্যতিক ইঞ্জিন ঘ. মোটর ইঞ্জিন উত্তর:খ. বাষ্পীয় ইঞ্জিন ১৩. রোজিনার বাবা জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করেন। এর ফলে কোনটি দূষিত হবে? ক. মাটি খ. পানি গ. মাটি ও পানি ঘ. বায়ু উত্তর:গ. মাটি ও পানি ১৪. এক নাগাড়ে কতক্ষণ টেলিভিশন বা কম্পিউটার ব্যবহার করলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে? \হক. দুই ঘণ্টার বেশি খ. তিন ঘণ্টার বেশি গ. আড়াই ঘণ্টার বেশি ঘ. এক ঘণ্টার বেশি উত্তর: খ. তিন ঘণ্টার বেশি ১৫. আমরা খাতায় কলম দিয়ে লিখি। এখানে কোনটি ব্যবহৃত হয়েছে? ক. বিজ্ঞান খ. প্রযুক্তি গ. অভিজ্ঞতা ঘ. জ্ঞান উত্তর:খ. প্রযুক্তি ১৬. প্রযুক্তি বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। এর কারণ কী? ক. জীবনের মানোন্নয়ন খ. সমাজের স্থিতিশীলতা গ. আত্মিক উন্নয়ন ঘ. জীবনকে সাজানো উত্তর:ক. জীবনের মানোন্নয়ন ১৭. আফ্রিদির বাবা বিদেশ থেকে একটি দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আসেন। এটি কোন কাজে ব্যবহৃত হয়? ক. ক্ষুদ্র বস্তু অনুসন্ধান খ. পানিতে জীবাণু পর্যবেক্ষণ গ. মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ ঘ. শিশুদের খেলনা উত্তর:গ. মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ ১৮. পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি। এটি কী? ক. অনুমান খ. পর্যবেক্ষণ গ. প্রশ্নকরণ ঘ. বিনিময় উত্তর:ক. অনুমান ১৯. আমরা কেন কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছি? ক. কৃষি জমি উর্বর করার জন্য খ. খাদ্য চাহিদা পূরণের জন্য গ. খাদ্য ঘাটতির জন্য ঘ. পরিবেশ দূষণের জন্য উত্তর: ক. কৃষি জমি উর্বর করার জন্য ২০. আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্যদের সাথে কী বিনিময় করি? ক. প্রাপ্ত ফলাফল খ. সিদ্ধান্ত গ. প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত ঘ. অনুমান উত্তর:গ. প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত ২১. নন্দিনীদের এলাকায় একটি কয়লাভিত্তিক বিদু্যৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এ থেকে কোনটি সৃষ্টি হতে পারে? ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. খরা গ. বন্যা ঘ. অনাবৃষ্টি উত্তর:ক. বৈশ্বিক উষ্ণায়ন হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়