এসএসসির জীববিজ্ঞান

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১। নিচের কোনটি পরিপাকতন্ত্রের অংশ? (ক) ল্যারিংস (খ) ইউরেটার (গ) ইলিয়াম (ঘ) থাইরয়েড উত্তর: (গ) ইলিয়াম ২। কোন খাদ্য উপাদানটি দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে? (ক) শর্করা (খ) আমিষ (গ) স্নেহ (ঘ) ভিটামিন উত্তর: (খ) আমিষ ৩। কোষ্ঠকাঠিন্য প্রতিকারের জন্য- র. আঁশযুক্ত খাবার খেতে হবে রর. প্রচুর পানি পান করতে হবে ররর. হাঁটাচলা বন্ধ রাখতে হবে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (ক) র ও রর ৪। ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়? (ক) যকৃৎ (খ) অস্থিমজ্জা (গ) পস্নীহা (ঘ) ক+গ উত্তর: (ঘ) ক+গ ৫। ডায়াটম শৈবালে কোন ধরনের চলন দেখা যায়? (ক) বক্রচলন (খ) ফটোট্রপিক চলন (গ) সামগ্রিক চলন (ঘ) অন্ধকারমুখী চলন উত্তর: (গ) সামগ্রিক চলন ৬। সাধারণত কত বছর বয়স পর্যন্ত মেয়েদের ঋতুস্রাব চক্র চলতে থাকে? (ক) ২০-২৫ বছর (খ) ৩০-৪০ বছর (গ) ৪০-৫০ বছর (ঘ) ৬৫-৭০ বছর উত্তর: (গ) ৪০-৫০ বছর ৭। পস্নাজমিড- র. ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের ভিতরে থাকে রর. একটি স্বতন্ত্র ডিএনএ অণু ররর. স্ববিভাজনে সক্ষম নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (গ) রর ও ররর ৮। কোন পস্নাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না? (ক) লিউকোপস্নাস্ট (খ) ক্লোরোপস্নাস্ট (গ) ক্রোমোপস্নাস্ট (ঘ) কোনটিই নয় উত্তর: (ক) লিউকোপস্নাস্ট ৯। কোন কোষ বিভাজন প্রক্রিয়াকে সমীকরণিক বিভাজন বলা হয়? (ক) অ্যামাইটোসিস (খ) মাইটোসিস (গ) মিয়োসিস (ঘ) দ্বিবিভাজন উত্তর: (খ) মাইটোসিস ১০। নিচের কোন রাসায়নিক পদার্থটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা উচিত নয়? (ক) ফরমালিন (খ) সোডিয়াম ক্লোরাইড (গ) পটাশিয়াম সরবেট (ঘ) ক্যালসিয়াম এপারনেট উত্তর: (ক) ফরমালিন ১১। শ্বাসকার্য প্রক্রিয়ায়- র. কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা হয় রর. অক্সিজেন গ্রহণ করা হয় ররর. কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করা হয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (গ) রর ও ররর ১২। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কী পরিমাণ মূত্র ত্যাগ করে? (ক) ১০০০ মিলিলিটার (খ) ১৫০০ মিলিলিটার (গ) ২০০০ মিলিলিটার (ঘ) ২৫০০ মিলিলিটার উত্তর: (খ) ১৫০০ মিলিলিটার ১৩। হাইপোফাইসিস- র. আকারে সবচেয়ে ছোট গ্রন্থি রর. দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নালিবিহীন গ্রন্থি ররর. মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (ঘ) র, রর ও ররর ১৪। কাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়? (ক) চার্লস ডারউইন (খ) গ্রেগর জোহান মেন্ডেল (গ) কার্ল এরেকি (ঘ) ওয়াটসন ও ক্রিক উত্তর: (খ) গ্রেগর জোহান মেন্ডেল ১৫। নিচের কোন প্রাণীটি ধাঙড়? (ক) ব্যাঙ (খ) মানুষ (গ) হায়েনা (ঘ) ময়ূর উত্তর: (গ) হায়েনা ১৬। নিচের কোনটি আরশোলার বৈজ্ঞানিক নাম? (ক) ঈড়ঢ়ংুপযঁং ংধঁষধৎরং (খ) চবৎরঢ়ষধহবঃধ ধসবৎরপধহধ (গ) ঘুসঢ়যধবধ হড়ঁপযধষর (ঘ) চষধংসড়ফরঁস ারাধী উত্তর: (খ) চবৎরঢ়ষধহবঃধ ধসবৎরপধহধ ১৭। মানুষের পায়ের পেশি কোন ধরনের পেশি? (ক) মসৃণ পেশি (খ) ডোরাকাটা পেশি (গ) অনৈচ্ছিক পেশি (ঘ) হৃৎপেশি উত্তর: (খ) ডোরাকাটা পেশি ১৮। বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত ভাগ? (ক) ০.০৩৩ ভাগ (খ) ৩৩.০৩ ভাগ (গ) ২০.৯৫ ভাগ (ঘ) ২৭.৬৫ ভাগ উত্তর: (গ) ২০.৯৫ ভাগ ১৯। ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে উন্মুক্ত হয়- র. পিত্তনালি রর. অন্ননালী ররর. অগ্ন্যাশয় নালি নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (খ) র ও ররর ২০। অণুচক্রিকার প্রধান কাজ কী? (ক) রক্ত তঞ্চন করা (খ) এলার্জি প্রতিরোধ করা (গ) অক্সিজেন পরিবহন করা (ঘ) জীবাণু ধ্বংস করা উত্তর: (ক) রক্ত তঞ্চন করা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়