জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন- উত্তর: ১২ মে, ২০১৮ প্রশ্ন: অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন- উত্তর: স্যার এফ বারোজ প্রশ্ন: বাংলাদেশে প্রথম সম্পূর্ণ বাংলায় মোবাইল ব্যাংকিং শুরু করে- উত্তর: আইএফআইসি ব্যাংক, ২০১৪ প্রশ্ন: বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয় কখন? উত্তর: ১৭ জানুয়ারি, ২০১৪ প্রশ্ন: বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন? উত্তর: ৩১ মার্চ, ২০১১ (ডাচ-বাংলা) প্রশ্ন: বাংলাদেশে মোবাইলে অর্থ লেনদেন চালু করে- উত্তর: ব্র্যাক ব্যাংকের বিকাশ প্রশ্ন: বাংলাদেশে ৪জি চালু হয়- উত্তর: ১৯ ফেব্রম্নয়ারি, ২০১৮ প্রশ্ন: রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? উত্তর: ২২ ফেব্রম্নয়ারি প্রশ্ন: বাংলাদেশে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? উত্তর: ৩৫ প্রশ্ন: বাংলাদেশে সর্বোচ্চ আদালতের বিভাগ কয়টি? উত্তর: ২