দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৩৮. আলস্নাহ কোন ভাষা বোঝেন বলে 'বঙ্গবাণী' কবিতায় উলেস্নখ করা হয়েছে? ক. ইংরেজি খ. আরবি গ. ফারসি ঘ. সব ভাষা উত্তর : ঘ. সব ভাষা ৩৯. কবি আবদুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন? ক. হিন্দি ভাষা খ. ইংরেজি ভাষা গ. আরবি ভাষা ঘ. সর্ব ভাষা উত্তর : ঘ. সর্ব ভাষা ৪০. 'যেই দেশে যেই বাক্য কহে নরগণ' এখানে 'যেই বাক্য বলতে বোঝায়- ক. বাংলা ভাষা খ. যে কোনো ভাষা গ. মাতৃভাষা ঘ. কবিগণ উত্তর : গ. মাতৃভাষা ৪১. কে সর্ববাক্য বুঝতে পারেন? ক. আমরা খ. বিদেশিরা গ. সৃষ্টিকর্তা ঘ. কবিগণ উত্তর : গ. সৃষ্টিকর্তা ৪২. দেশি ভাষা কাব্য রচনা করার পেছনে কবি আবদুল হাকিমের যুক্তি হলো দেশি ভাষা- ক. জনসাধারণের বোধগম্য খ. সকল মানুষের জন্য উপকারী গ. শিক্ষার মাধ্যম হিসেবে বেশি উপযোগী ঘ. প্রত্যেকের প্রিয় ভাষা উত্তর : ক. জনসাধারণের বোধগম্য ৪৩. 'বঙ্গদেশি বাক্য' বলতে কবি কী বুঝিয়েছেন? ক. বাংলা ভাষা খ. প্রাচীন বঙ্গীয় ভাষা গ. মাতৃভাষা ঘ. বিদেশি ভাষা উত্তর : ক. বাংলা ভাষা ৪৪. 'যত ইতি বাণী' বলতে কবি আবদুল হাকিম কী বোঝাতে চেয়েছেন? ক. অন্য একটি ভাষা খ. মাতৃভাষা গ. বাংলাভাষা ঘ. অন্যান্য যত ভাষা উত্তর : ঘ. অন্যান্য যত ভাষা ৪৫. কবি আবদুল হাকিম 'হিন্দুর অক্ষর' বলতে কী বোঝাতে চেয়েছেন? ক. সংকেত ভাষা খ. দেবদেবীর মহাত্ম্য কথা গ. বাংলা ভাষা ঘ. হিন্দি ভাষা উত্তর : গ. বাংলা ভাষা ৪৬. কারা 'হিন্দুর অক্ষর' হিংসা করে? ক. যারা মরমি সাধনা সম্পর্কে অবগত খ. যারা নিজের দেশকে ভালোবাসে গ. যারা মাতৃভাষাকে অবজ্ঞা করে ঘ. যারা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে অবগত নয় উত্তর : ঘ. যারা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে অবগত নয় ৪৭. 'হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ'-'বঙ্গবাণী' কবিতায় কবি কাদের সম্পর্কে এ মন্তব্য করেছেন? ক. যারা মসমি সাধনা সম্পর্কে অবগত নয় খ. যারা নিজের দেশকে ভালোবাসে না গ. যারা কিতাব পড়তে জানে না ঘ. যারা মাতৃভাষাকে ভালোবাসে না উত্তর : ঘ. যারা মাতৃভাষাকে ভালোবাসে না ৪৮. 'বঙ্গবাণী' কবিতার প্রধান বাহন হলো- ক. নিরঞ্জন খ. মারফত গ. মাতৃভাষা ঘ. আনন্দ উত্তর : গ. মাতৃভাষা ৪৯. 'সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি-'বঙ্গবাণী' কবিতায় কবি কাদের সম্পর্কে এ কথা বলেছেন? ক. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলাকে ভালোবাসে খ. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে গ. যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে না ঘ. যারা অন্যের সঙ্গে মাতৃভাষায় ভাব বিনিময় করে উত্তর : খ. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে ৫০. 'নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়- এখানে 'তেয়াগী' অর্থ- ক. ত্যাগ করে খ. ভালোবেসে গ. দুঃখ করে ঘ. তৈরি করে উত্তর : ক. ত্যাগ করে সাহিত্যের রূপ ও রীতি ১. সফোক্লিসের 'ইডিপাস' পড়ে সিঁথির মাঝে এক ধরনের ভালো লাগা সৃষ্টি হলো কিন্তু তখন সে হাসতে পারছিল না বরং তার চোখে হালকা অশ্রম্নর আভাস পাচ্ছিল। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে ইডিপাসকে সাহিত্যের কোন রূপ বলা যায়? ক) ভক্তিমূলক গীতিকাব্য খ) ট্র্যাজেডি গ) প্রহসন ঘ) দর্শনাশ্রয়ী কবিতা সঠিক উত্তর : খ) ট্র্যাজেডি ২. 'নাহি তত্ত্ব নাহি উপদেশ'-এর পরের চরণ কোনটি? ক) নাহি বর্ণনার ছটা খ) প্রত্যহ যেতেছে ভাসি গ) অন্তরে অতৃপ্তি রবে ঘ) শেষ হয়ে হইল না শেষ সঠিক উত্তর : গ) অন্তরে অতৃপ্তি রবে ৩. একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন- ক) দীনবন্ধু মিত্র খ) গিরিশচন্দ্র ঘোষ গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর : খ) গিরিশচন্দ্র ঘোষ ৪. বঙ্কিমচন্দ্রের প্রধান সৃষ্টিকর্ম নয়- র. গান রর. কবিতা ররর. উপন্যাস নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর সঠিক উত্তর : গ) র ও রর ৫. 'বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।'- উক্তিটি কার? ক) রবীন্দ্রনাথের খ) বঙ্কিমচন্দ্রের গ) শরৎচন্দ্রের ঘ) মাইকেল মধুসূদন দত্তের সঠিক উত্তর : খ) বঙ্কিমচন্দ্রের ৬. যেগুলোর সমন্বয়ে উপন্যাসের পস্নট বা আখ্যানভাগ তৈরি হয়ে ওঠে- র. গল্প রর. চরিত্র ররর. সংলাপ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ক) র ও রর ৭. বাংলা নাটকের যুগন্ধর পুরুষ কে? ক) দীনবন্ধু মিত্র খ) মাইকেল মধুসূদন দত্ত গ) গিরিশচন্দ্র ঘোষ ঘ) দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর : গ) গিরিশচন্দ্র ঘোষ ৮. 'কপালকুন্ডলা' উপন্যাসের নামকরণ করা হয়েছে- র. নায়িকার নামানুসারে রর. নায়িকার ভাগ্যের পরিণতি অনুসারে ররর. বিষয়বস্তু অনুসারে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর \হসঠিক উত্তর : ক) র ৯. কোন বাঙালি ঔপন্যাসিক রচিত উপন্যাস এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়? ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) হুমায়ূন আহমেদ \হসঠিক উত্তর : গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় \হপরবর্তী অংশ আগামী সংখ্যায়