বিএসএমএমইউতে নবীনবরণ

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএসসি নার্সিং কোর্সের নবম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। পরীবাগের বিএসএমএমইউয়ের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুলস্নাহ সিকদার, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. সাহানা আখতার রহমান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মুহাম্মদ রফিকুল আলম এবং ট্রেজারার প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। এতে সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের ডিন প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান খান।