দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
সাহিত্যের রূপ ও রীতি ১০. সংস্কৃত আলঙ্কারিকদের মতে কাব্য কয় ধরনের? \হক) দুই খ) তিন \হগ) চার ঘ) পাঁচ \হসঠিক উত্তর : ক) দুই \হ১১. হায়াৎ মাহামুদ কোথায় জন্মগ্রহণ করেন? \হক) হুগলি জেলার মৌড়া গ্রামে \হখ) কলকাতায় \হগ) ফেনী জেলার মজুপুর গ্রামে \হঘ) পশ্চিমবঙ্গের মালদলে \হসঠিক উত্তর : ক) হুগলি জেলার মৌড়া গ্রামে \হ১২. কোন চরিত্রটি পৌরাণিক? \হক) শূর্পণখা খ) শেক্সপিয়ার \হগ) শাহজাহান ঘ) শ্রীশচন্দ্র দাস \হসঠিক উত্তর :ক) শূর্পণখা \হ১৩. কোন কাব্যে যুদ্ধ বিগ্রহের চিত্র ফুটে ওঠে? \হক) গীতি খ) শোকগাথায় \হগ) মহাকাব্যে ঘ) ভক্তিমূলক কবিতায় \হসঠিক উত্তর : গ) মহাকাব্যে \হ১৪. বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কোনটি? \হক) চর্যাপদ খ) রামায়ণ \হগ) মহাভারত ঘ) বৈষ্ণব কবিতাবলি \হসঠিক উত্তর : ঘ) বৈষ্ণব কবিতাবলি \হ১৫. সাহিত্যের সকল শাখার ভিতরে কোনটি সরাসরি সমাজকে ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে সক্ষম হয়? \হক) কবিতা খ) উপন্যাস \হগ) গল্প ঘ) নাটক \হসঠিক উত্তর : ঘ) নাটক \হ১৬. 'চন্দ্রশেখর' নাটকটির রচয়িতা কে? \হক) দ্বিজেন্দ্রলাল রায় \হখ) গিরিশচন্দ্র ঘোষ \হগ) ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ \হঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় \হসঠিক উত্তর : ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় \হ১৭. ছোটগল্পের বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভবপর নয়- কেন? \হক) আরম্ভ নাটকীয় বলে খ) উপসংহার নাটকীয় বলে \হগ) আকারে ছোট বলে ঘ) বর্ণনা কম বলে \হসঠিক উত্তর :গ) আকারে ছোট বলে \হ১৮. পাঠক সমাজে উপন্যাস জনপ্রিয়তার শীর্ষে কেন? \হক) গদ্যসাহিত্য খ) কাব্যসাহিত্য \হগ) উপন্যাস ঘ) ছোটগল্প \হসঠিক উত্তর :খ) কাব্যসাহিত্য \হ১৯. মঙ্গলকাব্যে গল্প বা কাহিনীই প্রাধান্য পেলেও তা কাব্য কেন? \হক) ছন্দের কারণে খ) উপমার কারণে \হগ) অলঙ্কারের কারণে ঘ) ভাবের কারণে \হসঠিক উত্তর :ক) ছন্দের কারণে \হ২০. হায়াৎ মামুদের পিতার নাম কী? \হক) ডা. এটিএএম মোয়াজ্জেম \হখ) মুহম্মদ শমসের আলী \হগ) কলিম উদ্দীন \হঘ) সৈয়দ আব্দুল আলী \হসঠিক উত্তর :খ) মুহম্মদ শমসের আলী \হ২১. নাটককে প্রধানত কোন কাব্যের পর্যায়ভুক্ত ভাবা হয়? \হক) দৃশ্যকাব্য খ) শ্রব্যকাব্য \হগ) গীতিকাব্য ঘ) মহাকাব্য \হসঠিক উত্তর :ক) দৃশ্যকাব্য \হ২২. বৈষ্ণব কবিতাবলি কোন যুগের নিদর্শন? \হক) প্রাচীন যুগের খ) অন্ধকার যুগের \হগ) ঐতিহাসিক যুগের ঘ) আধুনিক যুগের \হসঠিক উত্তর : গ) ঐতিহাসিক যুগের \হ২৩. 'যা নেই ভারতে, তা নেই ভারতে'- মন্তব্যটি কোনটি সম্পর্কে? \হক) গীতিকবিতা খ) ছোটগল্প \হগ) মহাকাব্য ঘ) কাহিনীকাব্য \হসঠিক উত্তর : গ) মহাকাব্য \হ২৪. শিমুল সাহেব উপন্যাস রচনা করতে চান। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের আলোকে তাকে কোন ভাষা ব্যবহার করতে হবে? \হক) গদ্য ভাষা খ) কাব্যিক ভাষা \হগ) ছন্দের ভাষা ঘ) কবিতার ভাষা \হসঠিক উত্তর :ক) গদ্য ভাষা \হ২৫. 'গল্পপাঠ শেষ করেও পাঠক কাহিনীর সমাপ্তি খুঁজে' বক্তব্যটি ধারণ করে যে পঙ্‌ক্তি- র. ঘটনার ঘনঘটা রর. শেষ হয়ে হইল না শেষ ররর. অন্তরে অতৃপ্তি রবে নিচের কোনটি সঠিক? \হক) র ও রর খ) রর ও ররর \হগ) র ও ররর ঘ) র, রর ও ররর \হসঠিক উত্তর : খ) রর ও ররর \হ২৬. পলিস্নর ভাব কল্পনা লক্ষ্য করা যায় যে কবির মধ্যে- \হক) জসীমউদ্‌দীন খ) রবীন্দ্রনাথ ঠাকুর \হগ) শামসুর রাহমান ঘ) নির্মলেন্দু গুণ \হসঠিক উত্তর : ক) জসীমউদ্‌দীন \হ২৭. হায়াৎ মাহমুদের মাতার নাম কী? \হক) আয়েশা বেগম খ) আমিনা বেগম \হগ) আয়েশা খাতুন ঘ) আমিনা খাতুন \হসঠিক উত্তর : ঘ) আমিনা খাতুন \হ২৮. 'নকশীকাঁথার মাঠ' কাব্যগ্রন্থের রচয়িতা কে? \হক) নজরুল ইসলাম খ) জসীমউদ্‌দীন \হগ) জীবনানন্দ দাশ ঘ) সৈয়দ শামসুল হক \হসঠিক উত্তর : খ) জসীমউদ্‌দীন \হ২৯. যাদের জন্য ছোটগল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয়- র. যারা কোথায় আরম্ভ করতে হয় তা জানে না রর. যারা কোথায় সমাপ্তির রেখা টানতে হয় তা জানে না ররর. যাদের শিল্পদৃষ্টি নেই নিচের কোনটি সঠিক? \হক) র ও রর খ) রর ও ররর \হগ) র ও ররর ঘ) র, রর ও ররর \হসঠিক উত্তর : ঘ) র, রর ও ররর \হ৩০. 'স্বগত সংলাপ' গ্রন্থটির রচয়িতা কে? \হক) হায়াৎ মামুদ খ) শেখ আজিজুল হক \হগ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর \হসঠিক উত্তর : ক) হায়াৎ মামুদ \হ৩১. কোন নাট্যকার বাংলা নাটকের মোড় নানাদিকে ঘুরিয়ে দিয়েছেন? \হক) মাইকেল মধুসূদন দত্ত \হখ) দীনবন্ধু মিত্র \হগ) অমৃতলাল বসু \হঘ) রবীন্দ্রনাথ ঠাকুর \হসঠিক উত্তর : ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর \হ৩২. পৌরাণিক কাহিনী 'রামায়ণ'-এর মূল বিষয় কী? \হক) সীতার বনবাস জীবন \হখ) শূর্পণখার সম্মান রক্ষার চেষ্টা \হগ) রাম ও রাবণের মধ্যে যুদ্ধ \হঘ) রামের প্রতি লক্ষ্ণণের ভালোবাসা \হসঠিক উত্তর :গ) রাম ও রাবণের মধ্যে যুদ্ধ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়