জানার আছে অনেক কিছু

খন্দকার সাকিব আল হাসান (জন্ম : ২৪ মার্চ ১৯৮৭) একজন ক্রিকেটার ও রাজনীতিবিদ। তিনি টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য।

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : মার্কিন দলিলে 'মুজিব হত্যাকান্ড' বইটির রচয়িতা কে? উত্তর : সাংবাদিক মিজানুর রহমান খান। প্রশ্ন : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরামর্শক প্রতিষ্ঠান কোনটি? উত্তর : নিপ্পন সিনো কোম্পানি লিমিটেড, জাপান। প্রশ্ন : শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে কত সালে? উত্তর : ২০২১ সালে। প্রশ্ন : ইউজিসি'র নতুন প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন কে? উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান। প্রশ্ন : বিবিসি'র শীর্ষ ১০০ নারীর তালিকায় থাকা বাংলাদেশের দুই নারী- উত্তর : রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু। প্রশ্ন : ২০২০ সালে সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে- উত্তর : রাব্বি রহমান (সর্বকনিষ্ঠ)। প্রশ্ন : সবচেয়ে বেশিবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন কে? উত্তর : লিপটন সরকার (১৬ বার)। প্রশ্ন : সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয়- উত্তর : প্রবাস বন্ধু কল সেন্টার। প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কতজন সেনানি অংশগ্রহণ করে? উত্তর : ১২২ সেনানি। প্রশ্ন : ঈৎরপরহভড়'র দশক সেরা ওয়ানডে একাদশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি- উত্তর : সাকিব আল হাসান। প্রশ্ন : আর্চার রোমান সানাকে বাংলাদেশ আনসার ও গ্রাম উন্নয়ন বাহিনীর কোন পদে পদোন্নতি দেওয়া হয়? উত্তর : ল্যান্স নায়েক। প্রশ্ন : ২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর : কিগালি, রুয়ান্ডা। প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন? উত্তর : লালমনিরহাটে।