একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
৩৮. মেম্বার সাহেবের সাথে মিল রয়েছে- ক) একজন সমাজকর্মীর খ) একজন স্বেচ্ছাসেবীর গ) একজন সাধারণ মানুষের ঘ) একজন সরকারি কর্মকর্তার উত্তর : ক) একজন সমাজকর্মীর ৩৯. মেম্বার সাহেবের গ্রামবাসীর সিদ্ধান্ত মেনে নেওয়ার যথার্থ কারণ হলো- র. তারাই তাদের সমস্যা ভালো বোঝে রর. তাদের সুপ্ত ক্ষমতা আছে ররর. তারা তাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ৪০. সাধারণভাবে মূল্যবোধকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়? ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি উত্তর : ঘ) ৬টি ৪১. সমাজকর্ম পেশার গুরুত্ব অপরিসীম, কারণ- র. সমাজের বহুমুখী সমস্যার সমাধান করে রর. সমাজকর্মীরা সমাজকে নিয়ন্ত্রণ করে ররর. সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও ররর ৪২. 'অহধষুংরহম ংড়পরধষ ঢ়ৎড়নষবসং" গ্রন্থটির রচয়িতা কে? ক) ড অ ভৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব গ) ঋৎধহপরংবং ঊ. গবৎরষষ ঘ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ উত্তর :গ) ঋৎধহপরংবং ঊ. গবৎরষষ ৪৩. ব্যক্তির আদর্শ ধ্যান-ধারণা, রুচিবোধ ও বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে ওঠে কোন মূল্যবোধ? ক) ব্যক্তিগত মূল্যবোধ খ) সামাজিক মূল্যবোধ গ) গণতান্ত্রিক মূল্যবোধ ঘ) ধর্মীয় মূল্যবোধ উত্তর : ক) ব্যক্তিগত মূল্যবোধ ৪৪. মানব মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন ও সাম্য-সমাজকর্মের কোন ধরনের মূল্যবোধের উদাহরণ? ক) সামাজিক মূল্যবোধ খ) পরম মূল্যবোধ গ) সুনির্দিষ্ট মূল্যবোধ ঘ) চরম মূল্যবোধ উত্তর :খ) পরম মূল্যবোধ ৪৫. সমাজকর্ম অনুশীলনের চালিকাশক্তি এবং সমাজকর্মীদের পথনির্দেশিকা হিসেবে আখ্যায়িত করা হয় কোন মূল্যবোধকে? ক) সামাজিক মূল্যবোধ খ) সমাজকর্ম মূল্যবোধ গ) প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ঘ) গণতান্ত্রিক মূল্যবোধ উত্তর : খ) সমাজকর্ম মূল্যবোধ ৪৬. সমাজকর্মীরা যেসব নীতির আলোকে তাদের কার্যক্রম পরিচালনা করেন- র. সকল কিছুর ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন রর. মানবকল্যাণে জ্ঞান, দক্ষতা ও সমর্থন প্রদান ররর. যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৪৭. 'ঞযব াধষঁব নধংব ড়ভ ংড়পরধষ ড়িৎশ' গ্রন্থটির রচয়িতা কে? ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ. গড়ড়ৎব গ) ঈযধৎষবং ঝ. খবাু ঘ) জড়নবৎঃ খ ইধৎশবৎ উত্তর : গ) ঈযধৎষবং ঝ. খবাু ৪৮. ঘঅঝড সর্বশেষ কত সালে 'ঈড়ফব ড়ভ বঃযরপং' সংশোধন করে? ক) ১৯৬৭ সালে খ) ১৯৬৯ সালে গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭৯ সালে উত্তর : ঘ) ১৯৭৯ সালে ৪৯. 'ঈড়ঁহপরষ ড়হ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ' গঠিত হয় কত সালে? ক) ১৯৫২ সালে খ) ১৯৫৫ সালে গ) ১৯৬২ সালে ঘ) ১৯৬৫ সালে উত্তর : ক) ১৯৫২ সালে ৫০. 'মূল্যবোধ হচ্ছে সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে পছন্দ করার এবং আচরণ মূল্যায়নের মানদন্ড'- সংজ্ঞাটি কে দিয়েছেন? ক) মরেলেস এবং শেফার খ) এম স্পেন্সার গ) ওয়েবস্টার ঘ) আর এ স্কিডমোর উত্তর : খ) এম স্পেন্সার ৫১. কোনটি মানুষের আচরণের মানদন্ড হিসেবে কাজ করে? ক) সামাজিক মূল্যবোধ খ) সমাজকর্ম মূল্যবোধ গ) প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ঘ) গণতান্ত্রিক মূল্যবোধ উত্তর : ক) সামাজিক মূল্যবোধ ৫২. উইলিয়াম ই উইকেনডেনের মতে পেশার বৈশিষ্ট্য কয়টি? ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি উত্তর : ঘ) ৭টি ৫৩. নিচের কোনটি চরম মূল্যবোধের উদাহরণ? ক) ভোটাধিকার খ) বাক-স্বাধীনতা গ) বৈষম্যহীনতা ঘ) গণতান্ত্রিক অধিকার উত্তর : গ) বৈষম্যহীনতা ৫৪. পেশা সবসময় কীরূপ? ক) সেবাধর্মী খ) মুনাফাভোগী গ) ক্ষতিকর ঘ) লাভজনক উত্তর : ক) সেবাধর্মী হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়