জানার আছে অনেক কিছু

ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট (জন্ম : ৩০ জানুয়ারি ১৮৮২ মৃতু্য :১২ এপ্রিল ১৯৪৫) মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি। তিনি চার মেয়াদে ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত ১২ বছর ক্ষমতায় ছিলেন। ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে তিনি টানা চারবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন।

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় শিপিং চুক্তিপত্র স্বাক্ষরিত হয় কত সালে? উত্তর : ১৯৮৬ সালে। প্রশ্ন : বাংলাদেশের নতুন দুই পুলিশ থানা- উত্তর : ভাসানচর থানা (নোয়াখালী), ঈদগাঁও থানা (কক্সবাজার)। প্রশ্ন : পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিপত্র কার্যকর হয় কবে? উত্তর : ২২ জানয়ারি, ২০২১। প্রশ্ন : বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি? উত্তর : ৭৮টি। প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে? উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করেন কে? উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করা হয় কবে? উত্তর: ১ জানুয়ারি, ১৯৪২ সালে। প্রশ্ন: জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? উত্তর: মহাসচিব। প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায়? উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রশ্ন: জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়? উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড। প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন? উত্তর: জন ডি রকফেলার জুনিয়র। প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে? উত্তর: ডবিস্নউ হ্যারিসন। প্রশ্ন: জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে? উত্তর: ২৬ জুন, ১৯৪৫ সালে। প্রশ্ন: জাতিসংঘের সনদের রচয়িতা কে? উত্তর: আর্চিবাল্ড ম্যাকলেইশ (অৎপযরনধষফ গধপষবরংয)। প্রশ্ন: প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে? উত্তর: ২৪ অক্টোবর। প্রশ্ন: জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? উত্তর: সাধারণ পরিষদের। প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে? উত্তর: সভাপতি।