ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনন্য অর্জন

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
টাইমস হায়ার এডুকেশন (ঞঐঊ) ইউনিভার্সিটি ইম্প্যাক্টর্ যাংকিং-২০১৯ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের ওপর ভিত্তি করে এর্ যাংকিং করা হয়। ৩ এপ্রিল টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত ২০১৯ সালের ইউনিভার্সিটি ইম্প্যাক্টর্ যাংকিং-২০১৯ এ তালিকায় দেখা যায়, এবারের গেস্নাবালর্ যাংকিংয়ে বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান শীর্ষ ৩০০ এর মধ্যে উঠে এসেছে। একটি নবীন বিশ্ববিদ্যালয় (২০০২ সালে প্রতিষ্ঠিত) হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ এক অনন্য অর্জন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে একইসঙ্গে বিশ্বব্যাপী সর্বাধিক গ্রহণযোগ্য ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়র্ যাংকিংয়ের তিনটি প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন, কিউ এস এবং ইউ আই গ্রিনম্যাট্টিক্সের বিচারে মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করার গৌরব অর্জন করছে। এ মর্যাদাপূর্ণ অবস্থানকে অবিস্মরণীয় করে রাখার লক্ষ্যে ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এক 'বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. কবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এক এম ফজলুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।