খুকৃবিতে শিক্ষা কার্যক্রম উদ্বোধন

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
৪ এপ্রিল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দেশের পঞ্চম এই কৃষি বিশ্ববিদ্যালয়ে আপাতত দুটি বিভাগে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ৪ এপ্রিল তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ আলী, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, খুলনা মেট্র্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরকার রকিবুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রহমান খান। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। পরে বিকেলে খুলনার ফুলতলা রহমানিয়া এলিমেন্টারি স্কুল চত্বরে স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।