দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা \হ১৮. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে? \হক) বুড়োর ছেলের খ) বিধবার স্বামীর \হগ) মতলব মিয়ার ঘ) রুস্তম শেখের \হসঠিক উত্তর : ঘ) রুস্তম শেখের ১৯. স্বাধীনতা আসবে বলে গ্রামের পর গ্রাম কী হয়েছে? \হক) সুজলা-সুফলা-শস্য-শ্যামলা \হখ) নানা রঙের সাজে সজ্জিত \হগ) পুড়ে ছাই \হঘ) আলো ঝলমল \হসঠিক উত্তর : গ) পুড়ে ছাই \হ২০. 'স্বাধীনতা' হলো একটি দেশের প্রত্যেকটি নাগরিকের- \হক) জন্মগত অধিকার খ) সংগ্রামের ফসল \হগ) আকাঙ্ক্ষার ধন ঘ) বিলাসের বস্তু \হসঠিক উত্তর : ক) জন্মগত অধিকার ২১. পিতামাতার লাশের ওপর কে হামাগুড়ি দিল? ক) শেয়াল-শকুন খ) ছেলেমেয়ে গ) ঘাতকেরা ঘ) অবুঝ শিশু সঠিক উত্তর : ঘ) অবুঝ শিশু ২২. স্বাধীনতার জন্য স্বজন হারানো নারীরা হলো- র. সাকিনা বিবি রর. হরিদাসী ররর. রহিমা খাতুন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ক) র ও রর ২৩. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'নতুন নিশান' দ্বারা কী বোঝানো হয়েছে? ক) রং-বেরঙের নিশান খ) মুক্তিযোদ্ধাদের প্রাণশক্তি গ) তরুণ মুক্তিযোদ্ধা ঘ) স্বাধীন দেশের পতাকা সঠিক উত্তর : ঘ) স্বাধীন দেশের পতাকা ২৪. কাদের জীবনের প্রত্যাশা, হতাশা ও সংগ্রাম শামসুর রাহমানের কবিতায় বিধৃত? ক) গাঁয়ের কৃষক-মজুর খ) মধ্যবিত্ত নাগরিক গ) বস্তির শ্রমজীবী মানুষ ঘ) উচ্চবিত্ত অভিজাত সঠিক উত্তর : খ) মধ্যবিত্ত নাগরিক ২৫. শামসুর রাহমান প্রকৃতিনির্ভর- র. উৎপ্রেক্ষায় রর. উপমায় ররর. চিত্রকল্পে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : খ) রর ও ররর ২৬. দগ্ধ হওয়া লোকালয় চেয়ে থাকে- ক) হানাদারের পথে খ) প্রবীণ বাঙালির চোখে গ) মুক্তিযোদ্ধার পথের দিকে ঘ) তরুণ নেতৃত্বের মুখের দিকে সঠিক উত্তর : খ) প্রবীণ বাঙালির চোখে ২৭. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় অনাথ বা এতিম হলো- র. অবুঝ শিশু রর. হাড্ডিসার কিশোরী ররর. সাকিনা ও হরিদাসী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ক) র ও রর ২৮. মতলব মিয়া পেশায় কী? ক) মাঝি খ) কৃষক গ) মুদি দোকানি ঘ) গায়ক সঠিক উত্তর : ক) মাঝি ২৯. তেজি তরুণের পদভারে হতে চলেছে- ক) ভূমিকম্প খ) নবজাগরণ গ) নতুন পৃথিবীর জন্ম ঘ) অন্যায়-অবিচারের সমাপ্তি \হসঠিক উত্তর : গ) নতুন পৃথিবীর জন্ম ৩০. কর্মজীবনে শামসুর রাহমান কোন পেশা গ্রহণ করেন? ক) অধ্যাপনা খ) সরকারি চাকরি গ) সাংবাদিকতা ঘ) ব্যবসা সঠিক উত্তর : গ) সাংবাদিকতা ৩১. স্বাধীনতাকে কোথায় আসতেই হবে? ক) প্রতিটি ঘরে খ) স্বদেশে গ) এই বাংলায় ঘ) পাকিস্তানে সঠিক উত্তর : গ) এই বাংলায় ৩২. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল কেন? ক) নদীর ভাঙনে খ) সড়ক দুর্ঘটনায় গ) স্বাধীনতা যুদ্ধে স্বামী শহিদ হওয়ায় ঘ) নাইতে গিয়ে সিঁথির সিঁদুর মুছে গেছে সঠিক উত্তর : গ) স্বাধীনতা যুদ্ধে স্বামী শহিদ হওয়ায় ৩৩. কেমন ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে স্বাধীনতা আসবে? ক) আনুষ্ঠানিক ঘোষণার খ) টেলিগ্রাম মারফত ঘোষণার গ) জ্বলন্ত ঘোষণার ঘ) রেডিওর ঘোষণার সঠিক উত্তর : গ) জ্বলন্ত ঘোষণার ৩৪. 'রক্তগঙ্গায় ভাসার' বিষয়টি তুলে ধরে- র. বাঙালির আত্মত্যাগের ব্যাপকতা রর. হানাদার বাহিনীর রক্তলোলুপতা ররর. দেশব্যাপী হত্যাযজ্ঞ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর ৩৫. শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক কীসের প্রতীক? ক) বীরত্বের খ) শৌর্যের গ) বাহাদুরির ঘ) দানবের সঠিক উত্তর : ঘ) দানবের ৩৬. 'প্রথম গান দ্বিতীয় মৃতু্যর আগে' কাব্যটি কে রচনা করেন? ক) ফররুখ আহমদ খ) আহসান হাবীব গ) শামসুর রাহমান ঘ) মোহাম্মদ মনিরুজ্জামান সঠিক উত্তর : গ) শামসুর রাহমান ৩৭. 'যত্রতত্র' শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়? ক) আঞ্চলিক খ) দেশি গ) হিন্দি ঘ) সংস্কৃত সঠিক উত্তর : ঘ) সংস্কৃত ৩৮. মেঘনা নদীর কোন অবস্থায় 'গাজী গাজী' উচ্চারিত হয়? ক) শান্ত অবস্থায় খ) উদ্দাম ঝড়ো অবস্থায় গ) স্তব্ধ নিঝুম আঁধারে ঘ) দুপুরে প্রখর রোদে \হসঠিক উত্তর : খ) উদ্দাম ঝড়ো অবস্থায় ৩৯. শামসুর রাহমান বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক পান কেন? ক) নিরলস কাব্যচর্চার জন্য খ) দক্ষ সাংবাদিকতার জন্য গ) অতি আধুনিক কাব্যধারার জন্য ঘ) অনন্য-সাধারণ কবির কীর্তির জন্য সঠিক উত্তর : ঘ) অনন্য-সাধারণ কবির কীর্তির জন্য হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়