সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

দ্যাগ হামারশোল্ড জন্ম : ২৯ জুলাই, ১৯০৫ মৃতু্য : ১৮ সেপ্টেম্বর, ১৯৬১ তিনি সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। জাতিসংঘের ২য় মহাসচিব হিসেবে তিনি এপ্রিল, ১৯৫৩ থেকে সেপ্টেম্বর, ১৯৬১ পর্যন্ত কর্মরত ছিলেন।

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? উত্তর:দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন, ১৯৬১)। প্রশ্ন:জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত? উত্তর:১৭ একর। প্রশ্ন:জাতিসংঘের আয়ের মূল উৎস কী? উত্তর:সদস্য দেশসমূহের চাঁদা। প্রশ্ন: জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন? উত্তর:নিরাপত্তা পরিষদের। প্রশ্ন:জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে? উত্তর:কফি আনান (ঘানা) (৭ম)। প্রশ্ন:জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর:মিয়ানমার। প্রশ্ন:জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত? উত্তর:নিজস্ব বাজেটের ০.০১% অংশ। প্রশ্ন:বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে? উত্তর:২৯তম প্রশ্ন:জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের ঠিকানা হলো- উত্তর:৭৬০ টহরঃবফ ঘধঃরড়হং চষধুধ, ঘবি ণড়ৎশ ঈরঃু, ঘণ ১০০১৭, টঝঅ প্রশ্ন:জাতিসংঘের ওয়েবসাইট উত্তর:যঃঃঢ়://িি.িঁহ.ড়ৎম/ প্রশ্ন :বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়- উত্তর :১৯৬১ সালে প্রশ্ন :বার্লিন প্রাচীন ভাঙা হয়- উত্তর :১৯৮৯ সালে প্রশ্ন :বার্লিন প্রাচীন নির্মাণ করে- উত্তর :পূর্ব জার্মানি প্রশ্ন :দুই জার্মানি একত্রিত হয়- উত্তর :৩ অক্টোবর, ১৯৯০ সালে প্রশ্ন :জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর- অ্যাঞ্জেলা মার্কেল প্রশ্ন :বার্লিন দেয়ালে নির্মিত গেইটের নাম ছিল- উত্তর :ব্রান্ডেডবার্গ গেইট প্রশ্ন :হিটলারের রাজনৈতিক দলের নাম- উত্তর :নাৎসি প্রশ্ন :হিটলারের গোপন পুলিশ বাহিনী পরিচিত ছিল- উত্তর :গোস্টাপো নামে প্রশ্ন :হিটলার জন্মগ্রহণ করেন- উত্তর :অস্ট্রিয়া প্রশ্ন :হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম- উত্তর :গু ঝঃৎঁমমষব ও গবরহ কধসঢ়.