একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
১৭. 'ঝড়পরধষ ড়িৎশ রহ পড়হঃবসঢ়ড়ৎধৎু ংড়পরবঃু' গ্রন্থটির লেখক কে? ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ. গড়ড়ৎব গ) ঈযধৎষবং ঝ. খবাু ঘ) ঈযধৎষবং উ.এধৎারহ উত্তর : ঘ) ঈযধৎষবং উ. এধৎারহ ১৮. বাধ্যতামূলক সদকার উদাহরণ কোনটি? র) সদকাতুল ফিতর রর) কোরবানির পশুর চামড়ার মূল্য ররর) ভিক্ষুক বা মিসকিনকে দান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ১৯. জাকাত কোন ধরনের শব্দ? ক) আরবি খ) ফারসি গ) উর্দু ঘ) ফরাসি উত্তর : ক) আরবি ২০. জাকাত শব্দের অর্থ নয় কোনটি? ক) পবিত্র করা খ) বৃদ্ধি করা গ) দান করা ঘ) সংশোধন করা উত্তর : গ) দান করা ২১. নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝায়- র) সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা রর) সাড়ে সাত তোলা সোনা ও সাড়ে বায়ান্ন তোলা রুপা ররর) সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ সম্পদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :গ) র ও ররর ২২. জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ মালিকানায় থাকতে হয়- ক) পূর্ণ এক বছর খ) অর্ধ বছর গ) এক বছরের কিছু সময় ঘ) অনির্দিষ্ট সময় উত্তর : ক) পূর্ণ এক বছর ২৩. জাকাত প্রদান করা সামর্থ্যবান মুসলমানের জন্য- ক) ফরজ খ) ওয়াজিব গ) নফল ঘ) সুন্নত উত্তর : ক) ফরজ ২৪. জাকাতের জন্য নির্দিষ্ট সম্পদগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে উত্তর :ঘ) পাঁচ ভাগে ২৫. জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি উত্তর : গ) ৭টি ২৬. জাকাত বণ্টনের খাত কয়টি? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি উত্তর :ঘ) ৮টি ২৭. পবিত্র কোরআনের কোন সুরায় জাকাত বণ্টনের খাতের কথা উলেস্নখ আছে? ক) সুরা বাকারা খ) সুরা ইয়াসিন গ) সুরা আল ইমরান ঘ) সুরা তওবা উত্তর :ঘ) সুরা তওবা ২৮. বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোনটি? ক) মদিনার সনদ খ) ম্যাগনাকার্টা গ) জাকাত ঘ) বিভারিজ রিপোর্ট উত্তর :গ) জাকাত ২৯. সদকা ও জাকাতের মধ্যে পার্থক্য কীসে? ক) সাহায্যের পরিমাণে খ) প্রদানের বাধ্যবাধকতায় গ) গ্রহীতার আর্থিক অবস্থায় ঘ) গ্রহীতার সামাজিক অবস্থানে উত্তর :খ) প্রদানের বাধ্যবাধকতায় ২৯. ধর্মগোলার উৎপত্তি কখন? ক) ইসলামী যুগ খ) মধ্যযুগে গ) ব্রিটিশ আমলে ঘ) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তর :গ) ব্রিটিশ আমলে ৩০. ধর্মগুলোর আধুনিক রূপ কোনটি? ক) সরাইখানা খ) লঙ্গরখানা ঘ) সরকারি খাদ্য গুদাম ঘ) ডাকবাংলো উত্তর :ঘ) সরকারি খাদ্য গুদাম ৩১. ক্লান্তপথিক ও মুসাফিরদের কল্যাণে নির্মিত প্রতিষ্ঠানের নাম ছিল- ক) রেস্ট হাউস খ) বিশ্রামাগার গ) মুসাফিরখানা ঘ) সরাইখানা উত্তর :ঘ) সরাইখানা ৩২. সরাইখানার ইংরেজি প্রতিশব্দ কী? ক) ওহ খ) ওহহ গ) ঈরৎপঁরঃ ঐড়ঁংব ঘ) জবংঃ ঐড়ঁংব উত্তর :খ) ওহহ ৩৩. দানের প্রকৃতির দিক থেকে নিচের কোন দুটি একই? ক) জাকাত ও সদকা খ) জাকাত ও ওয়াকফ গ) ওয়াকফ ও দেবোত্তর ঘ) দেবোত্তর ও জাকাত উত্তর :গ) ওয়াকফ ও দেবোত্তর ৩৪. দেবোত্তর কয় ধরনের? ক) ২ ধরনের খ) ৩ ধরনের গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের উত্তর :ক) ২ ধরনের পরবর্তী অংশ আগামী সংখ্যায়