পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
৪৩. - নির্মিত হয় রাজা ধর্মপালের শাসনামলে। উত্তর : সোমপুর মহাবিহার ৪৪. ময়নামতি কুমিলস্না শহর থেকে - দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। উত্তর : ৮ কিলোমিটার ৪৫. সোনারগাঁও বাংলার রাজধানী ছিল - মুসলিম শাসনামলে। উত্তর :মধ্যযুগে ৪৬. লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের - অবস্থিত। উত্তর :সোনারগাঁওয়ে ৪৭. লোকশিল্প জাদুঘর - প্রতিষ্ঠা করেন। উত্তর :শিল্পাচার্য জয়নুল আবেদীন ৪৮. লালবাগ দুর্গ বর্তমান পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে - নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। উত্তর :বুড়িগঙ্গা ৪৯. লালবাগ দুর্গে শায়েস্তা খানের কন্যা - মাজার রয়েছে। উত্তর :পরী বিবির ৫০. আহসান মঞ্জিল নির্মাণ করেন -। উত্তর :জমিদার শেখ এনায়েতউলস্নাহ ৫১. 'খোদাই পাথর' লম্বায় - মিটার। উত্তর :৩.৩৫ ৫২. ওয়ারী ও বটেশ্বর সভ্যতাটি বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল -। উত্তর :সমুদ্র ৫৩. রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নাম -। উত্তর :ময়নামতি ৫৪. বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে - জেলায় ময়নামতি অবস্থিত। উত্তর :কুমিলস্না ৫৫. পাহাড়পুর - বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। উত্তর :রাজশাহী ৫৬. সুতা বাণিজ্যর কেন্দ্র হিসেবে - সোনারগাঁওয়ে গড়ে ওঠে। উত্তর :পানাম নগর ৫৭. ১৬১০ সালে সোনারগাঁওয়ের পরিবর্তে - রাজধানী স্থাপন করা হয়। উত্তর :ঢাকায় ৫৮ . বাংলাদেশের - মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। উত্তর :শতকরা প্রায় ৮০ ভাগ ৫৯. বাংলাদেশ একটি - দেশ। উত্তর :কৃষিপ্রধান ৬০. বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে - ভাগ করা যায়। উত্তর :দুই ভাগে ৬১. বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল -। উত্তর :ধান ৬২. বাংলাদেশে - ধরনের ধান হয়। উত্তর :তিন ৬৩. পাটকে - বলা হয়। উত্তর :সোনালি আঁশ ৬৩. বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত পাটের পরিমাণ - মেট্রিক টন। উত্তর :প্রায় ৪৫ লাখ ৬৪. বাংলাদেশের - জেলায় চা প্রচুর উৎপন্ন হয়। উত্তর :সিলেট ৬৫. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি - চাষের উপযোগী। উত্তর :ধান ৬৬. বাংলাদেশের - অঞ্চলে ডাল চাষ হয়। উত্তর :উত্তর ও পশ্চিম ৬৭. বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প -। উত্তর :পোশাকশিল্প ৬৮. বাংলাদেশের পোশাকশিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক প্রতি বছর প্রচুর - অর্জন করে। উত্তর :বৈদেশিক মুদ্রা ৬৯. - বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। উত্তর :ভাত ৭০. - গমের চাষ করা হয়। উত্তর :শীতকালে ৭১. ঢাকা জেলার ধামরাই - শিল্পের জন্য বিখ্যাত। উত্তর :কাঁসা ৭২. রংপুর জেলায় বেশি - উৎপন্ন হয়। উত্তর :তামাক ৭৩. গৃহস্থালির নানা কাজে - তৈরি জিনিস ব্যবহার করা হয়। উত্তর :কাঁসার ৭৪. বাংলাদেশের তৈরি - কাপড় বিশ্ববিখ্যাত ছিল। উত্তর :মসলিন ৭৫. কাগজ কলগুলোতে - থেকে কাগজ তৈরি করা হয়। উত্তর :গাছের গুঁড়ি ৭৬. মৌলিক চাহিদা -। উত্তর :পাঁচটি ৭৭. বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ - কমে যাওয়া। উত্তর :কৃষিজমি ৭৮. কৃষিজমির পরিমাণ - কারণে কমে যাচ্ছে। উত্তর :অতিরিক্ত জনসংখ্যার ৭৯. জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের প্রায় - লোক গৃহহীন। উত্তর :১০ লাখ ৮০. বাংলাদেশে প্রতি - জন্য মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন। উত্তর :৪,০৪৩ জনের \হ৮১. নারী উন্নয়নের জন্য - প্রসার দরকার। উত্তর :নারী শিক্ষার ৮২. বাংলাদেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটছে -। উত্তর :জনসংখ্যা বৃদ্ধির ফলে পরবর্তী অংশ আগামী সংখ্যায়