সাধারণ জ্ঞান
জানার আছে অনেক কিছু
জোসেফ স্তালিন (১৮ ডিসেম্বর, ১৮৭৮-৫ মার্চ, ১৯৫৩) একজন জর্জীয় সাম্যবাদী রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯২৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত প্রায় ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দীর্ঘতম নেতা।
প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০
প্রশ্ন :জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল-
উত্তর : কাইজার
প্রশ্ন : 'রুশ বিপস্নব' বা বলশেভিক বিপস্নব সংঘটিত হয়-
উত্তর : ১৯১৭ সালে
প্রশ্ন : রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল-
উত্তর : জার
প্রশ্ন : জার শাসনের অবসান ঘটে-
উত্তর : ১৯১৭ সালে
প্রশ্ন : সাড়া জাগানো রুশ বিপস্নবের স্থায়িত্বকাল ছিল-
উত্তর : ১০ দিন
প্রশ্ন : উন্নয়নে 'পঞ্চবার্ষিকী পরিকল্পনার' প্রবর্তক-
উত্তর : স্তালিন
প্রশ্ন : ১৯১৭ সালে সংগঠিত রুশ বিপস্নবের নেতৃত্ব দেন-
উত্তর : লেনিন
প্রশ্ন : টটোস্কি নেতা ছিলেন-
উত্তর : রাশিয়ার
প্রশ্ন : 'গস্নাসনস্ত' ও পেরেস্ত্রইকা'নীতির প্রবক্তা-
উত্তর : মিখাইল গর্বাচেভ
প্রশ্ন : 'গস্নাসনস্ত' ও পেরেস্ত্রইকা'নীতি ঘোষণা করা হয়-
উত্তর : ১৯৮৫ সালে
প্রশ্ন : সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়-
উত্তর : ২১ ডিসেম্বর, ১৯৯১
প্রশ্ন : সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত হয়-
উত্তর : ১৫টি রাষ্ট্র
প্রশ্ন : অখন্ড ইউরোপের প্রবক্তা-
উত্তর : মিখাইল গর্বাচেভ
প্রশ্ন : জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট-
উত্তর : বরিস ইয়েলৎসিন (গণতান্ত্রিক প্রথম প্রেসিডেন্ট)
প্রশ্ন : ইন্টার ফ্যাক্স-
উত্তর : রাশিয়ার বার্তা সংস্থা
প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন-
উত্তর : স্তালিন
প্রশ্ন : ফরাসি বিপস্নব অনুষ্ঠিত হয়-
উত্তর : ১৭৮৯ সালে (১৪ জুলাই)
প্রশ্ন : ফরাসি বিপস্নবের সূচনা হয়-
উত্তর : বাস্তিল দুর্গ আক্রমণের মধ্যদিয়ে
প্রশ্ন : নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন-
উত্তর : ১৮০২ সালে
প্রশ্ন : 'ওয়াটার লু' যুদ্ধ হয়-
উত্তর : ১৮১৫ সালে