সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

নেপোলিয়ন বোনাপার্ট (জন্ম : ১৫ই আগস্ট ১৭৬৯ মৃতু্য : ৫ই মে ১৮২১) ছিলেন একজন ফরাসি সম্রাট ও সামরিক অধিনায়ক। যিনি ফরাসি বিপস্নবের সময় খ্যাতি অর্জন করেছিলেন এবং বিপস্নবী যুদ্ধে বহু সফল সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।

প্রকাশ | ০৩ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : 'ওয়াটার লু' যুদ্ধ হয়- উত্তর : নেপোলিয়ন ও ডিউক অব ওয়েলিংটনের (ফ্রান্স-ব্রিটেন) মধ্যে প্রশ্ন : 'ওয়াটার লু' যুদ্ধে জয়ী হয়- উত্তর : ডিউক অব ওয়েলিংটন প্রশ্ন : 'ওয়াটার লু' নামক স্থানটি অবস্থিত- উত্তর : বেলজিয়ামে প্রশ্ন : ফরাসি বিপস্নবের শিশু বলা হয়- উত্তর : নেপোলিয়নকে প্রশ্ন : নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল- উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে (১৮১৫ সালে) প্রশ্ন : ফরাসি বিপস্নবের সময় ফ্রান্সের রাজা ছিলেন- উত্তর : ষোড়শ লুই প্রশ্ন : ফরাসি বিপস্নবকে লেখনীর মাধ্যমে অনুপ্রেরণা দান করেছিল- উত্তর : রুশো ও ভলটেয়ার প্রশ্ন : ফরাসি বিপস্নবের সেস্নাগান ছিল- উত্তর : স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব প্রশ্ন : ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম- উত্তর : এলিসি প্রাসাদ প্রশ্ন : ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল- উত্তর : ৫ বছর প্রশ্ন : ফ্রান্সের সরকারি কাজে ইংরেজি ভাষার পরিবর্তে ফারসি ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয়- উত্তর : ১৯৯৪ সালে প্রশ্ন : ফ্রান্সের লৌহ মানবী নামে পরিচিত- উত্তর : মিসেল আলিওমারি প্রশ্ন : নেপোলিয়ন জন্মগ্রহণ করেন- উত্তর : ফ্রান্সের কর্সিকা দ্বীপে প্রশ্ন : 'একশ দিনের শাসন' বললে মনে পড়ে- উত্তর : নেপোলিয়নের কথা প্রশ্ন : ঈরঃু ড়ভ ঈঁষঃঁৎব্থ বলা হয়- উত্তর : প্যারিসকে প্রশ্ন : মধ্য ইউরোপের স্থলবেষ্টিত প্রজাতন্ত্র- উত্তর : চেক প্রজাতন্ত্র প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড- উত্তর : জার্মানির অধীনে ছিল প্রশ্ন : 'ঈষধংংরপধষ গঁংরপ্থ- এর মাতৃভূমি বলা হয়- উত্তর : ভিয়েনাকে প্রশ্ন : 'সিগমন্ড ফ্রয়েড' বলা হয়- উত্তর : অস্ট্রিয়ার অধিবাসীদের। 'আগুনের দ্বীপ' বলা হয়- আইসল্যান্ডকে প্রশ্ন : আইসল্যান্ডকে বলা হয়- উত্তর : 'মধ্যরাতের সূর্যের দ্বীপ'। কারণ গ্রীষ্মকালে কয়েক সপ্তাহ ধরে আইসল্যান্ডে সূর্য অস্তমিত হয় না প্রশ্ন : ব্রিটিশ সরকার আয়ারল্যান্ডে উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডর নামে দুই ভাগে বিভক্ত করে- উত্তর : ১৯২০ সালে