জানার আছে অনেক কিছু

লিওনেল আন্দ্রেস "লিও" মেসি জন্ম:২৪ জুন ১৯৮৭ তিনি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড়। যিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে আক্রমণভাগে খেলেন, বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। মেসি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত।

প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: ১৯তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর:কামপালা, উগান্ডা প্রশ্ন: ঙচঊঈ-এর বর্তমান সদস্য কতটি দেশ? উত্তর:১২টি প্রশ্ন:তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (খঘএ) রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর:যুক্তরাষ্ট্র প্রশ্ন:এঋচ'র ২০২৩ সালের সামরিক শক্তির্ যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান কত? উত্তর:৩৭তম প্রশ্ন:ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক স্বর্ণ মজুতে শীর্ষ দেশ কোনটি? উত্তর:যুক্তরাষ্ট্র প্রশ্ন:২০২৩ সালের 'ফিফা সেরা পুরুষ খেলোয়াড়' নির্বাচিত হন কে? উত্তর:লিওনেল মেসি (আর্জেন্টিনা) প্রশ্ন:ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কোন দেশের কিংবদন্তি ফুটবলার ছিলেন? উত্তর:জার্মানি প্রশ্ন:'লিবেরো' শব্দটি কোন খেলার সঙ্গে সম্পৃক্ত? উত্তর:ভলিবল ও ফুটবল প্রশ্ন:এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে? উত্তর:কাতার প্রশ্ন:এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে? উত্তর:কাতার প্রশ্ন:২০২৩-২৪ এর বাজেট ঘোষণা করেন কে? উত্তর:অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রশ্ন: ২৩-২৪ বাজেট ঘোষণা করা হয় কত তারিখে? উত্তর:১ জুন, ২০২২ প্রশ্ন: ২০২৩-২৪ এর বাজেট বাংলাদেশের কততম বাজেট? উত্তর:৫২তম প্রশ্ন:২৩-২৪ বাজেটের আকার- উত্তর:৭, ৬১, ৭৮৫ (সাত লাখ একষট্রি হাজার সাতশত পঁচাশি) কোটি টাকা প্রশ্ন:২৩-২৪ বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? উত্তর:৭.৫% প্রশ্ন:২৩-২৪ বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়- উত্তর:৬% প্রশ্ন: মোট জিডিপি হবে- উত্তর: ৪৪, ৩৯, ২৭৩ (চুয়ালিস্নশ লাখ উনচলিস্নশ হাজার দুইশত তিয়াত্তর) কোটি টাকা