জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ১০ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার
প্রশ্ন: দেশের সর্বোচ্চ (৭১ ফুট) শহীদ মিনার কোনটি? উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। প্রশ্ন: দেশের বাহিরে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? উত্তর: জাপানে। প্রশ্ন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি গানটি রচনা করেন- উত্তর: সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরি \হপ্রশ্ন: আমার ভাইয়ের রক্তে বাঙানো একুশে ফেব্রম্নয়ারি গানটির সুরকার- উত্তর: আলতাফ মাহমুদ। প্রশ্ন: ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, গানটির সুরকার ও রচয়িতা কে? উত্তর: আব্দুল লতিফ। প্রশ্ন: পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? উত্তর: ১৯৫৩ সালে। প্রশ্ন: পূর্ব বাংলায় প্রদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর: ১৯৫৪ সালে। প্রশ্ন: যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়? উত্তর: ২১ দফা। প্রশ্ন: ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? উত্তর: যুক্তফ্রন্ট। প্রশ্ন: পূর্ববাংলা যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মন্ত্রীর নাম কি? উত্তর: এ, কে ফজলুল হক। প্রশ্ন: ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছেলেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন: ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল? উত্তর: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। প্রশ্ন: ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল- উত্তর: নৌকা। প্রশ্ন: ১৯৫৪ সালে পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না- উত্তর: নবাব স্যার সলিমুলস্নাহ। প্রশ্ন: পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? উত্তর: ১৯৫৬ সালে। প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর: ইস্কান্দার মির্জা।