দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১০ মার্চ ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৬৯. উৎপল তার উদ্দেশ্য পূরণ করতে পারে- র. মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে রর. বৈরাগ্য সাধন করে ররর. নিজ কাজে রত থেকে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও। কামাল হোসেন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের পাশাপাশি পরিবারের লোকদেরও যথেষ্ট সময় দেন। তাকে কাছে পেয়ে পরিবারের সদস্যরাও খুব খুশি হয়। ৭০. কামাল হোসেনের কর্মকান্ডের মাধ্যমে কোনটি হবে? ক. মহিমা অর্জন খ. ভবের উন্নতি গ. সময়ের সদ্ব্যবহার ঘ. জীবনের উদ্দেশ্য লাভ উত্তর : খ. ভবের উন্নতি ৭১. কামাল হোসেনকে প্রাতঃস্মরণীয় হতে হলে- র. নিজের কাজে রত থেকেই সংকল্প সাধনা করতে হবে রর. ভবিষ্যতে নির্ভর না করে কাজ করতে হবে ররর. সংসার ত্যাগ করতে হবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে ৭২ ও ৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। সমীর একজন অলস প্রকৃতির মানুষ। সে সারাদিন শুয়ে বসে কাটায়। বাড়ির কোনো কাজেও বাবা-মাকে সাহায্য করে না। সে মনে করে এত কাজ করে অর্থের পেছনে ছুটে কী লাভ। একদিন তো মরতেই হবে। ৭২. উদ্দীপকের সমীরের মানসিকতা 'জীবন-সঙ্গীত' কবিতার কোন চরণে ফুটে উঠেছে? ক. বৃথা জন্ম এ সংসারে খ. জীবাত্মা অনিত্য নয় গ. সকলি ঘুচায় কাল ঘ. সময় কাহারো নয় উত্তর : ক. বৃথা জন্ম এ সংসারে ৭৩. উদ্দীপকের সমীর বরণীয় হতে পারবে না। কারণ- র. সংসার সমরাঙ্গনে সে ভীত রর. জীবনের উদ্দেশ্য তার কাজে অনুপস্থিত ররর. বাহ্যদৃশ্যে নিজেকে ভুলিয়েছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। মালিহা প্রায়ই ক্লাসের পড়া পরের দিন করব বলে রেখে দেয়। এতে সে ক্লাসে ঠিকমতো পড়া পারে না। বছর শেষে পরীক্ষাতেও সে ভালো ফল করতে পারে না। ৭৪. মালিহার মাঝে কোন দিকটির প্রকাশ ঘটেছে? ক. ভবিষ্যতে নির্ভরতা খ. অতীত চিন্তায় কাতরতা গ. মহাজ্ঞানীদের মানসিকতা ঘ. বাহ্যদৃশ্যে আকর্ষণ উত্তর : ক. ভবিষ্যতে নির্ভরতা ৭৫. চূড়ান্ত সাফল্য লাভে মালিহা 'জীবন-সঙ্গীত' কবিতার যে বক্তব্যের অনুসরণ করতে পারে তা হলো- র. যুদ্ধ কর দৃঢ়পণে রর. ভবিষ্যতে করো না নির্ভর ররর. করো না সুখের আশা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর নিমগাছ ১. নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী? ক. ডাল খ. বাকল গ. পাতা ঘ. ফুল উত্তর : ক. ডাল ২. 'নিমগাছ' রচনায় কী প্রকাশিত হয়েছে? ক. বৃক্ষের জয়গান খ. বৃক্ষের নিন্দা গ. বৃক্ষের সৌন্দর্য ঘ. বৃক্ষনিধনের অপকারিতা উত্তর : ক. বৃক্ষের জয়গান ৩. 'বাহ্‌, কী সুন্দর পাতাগুলি' ্ত বাক্যটিতে কীসের প্রকাশ ঘটেছে? ক. মায়ার খ. ব্যঙ্গর গ. স্তুতির ঘ. মুগ্ধতার উত্তর : ঘ. মুগ্ধতার ৪. নিমপাতা কোন রোগের মহৌষধ? ক. চর্মের খ. দাঁতের গ. পেটের ঘ. যকৃতের উত্তর : ক. চর্মের ৫. 'নিমগাছ' গল্পের ম্যাজিক লাইন কোনটি? ক. প্রথম লাইন খ. মাঝের লাইন গ. শেষ লাইন ঘ. দ্বিতীয় লাইন উত্তর : গ. শেষ লাইন ৬. 'নিমগাছটার ইচ্ছে করতে লাগল, লোকটার সঙ্গে চলে যায়'- 'লোকটা' কে? ক. কবিরাজ খ. কবি গ. লেখক ঘ. চিকিৎসক উত্তর : খ. কবি নিচের উদ্দীপকটি পড়ে ৭নং প্রশ্নের উত্তর দাও : আজ আর বনভূমি ধ্বংস নয়, বনভূমি বাড়ানো প্রয়োজন। বৃক্ষ শুধু ছায়া ও শোভাই বিস্তার করে না, ফুল-ফল দান করে এবং প্রয়োজনীয় কাঠ সরবরাহ করে আমাদের অনেক উপকার করে। বৃক্ষ বা বনায়নই আমাদের জীবনধারণের সুস্থ পরিবেশের নিশ্চয়তা দান করে। ৭. উদ্দীপক ও 'নিমগাছ' গল্পে আমরা দেখতে পাই- র. বৃক্ষের দরকার নেই রর. বৃক্ষের উপকারিতা ররর. প্রাকৃতিক সৌন্দর্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর \হখ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৮. 'নিমগাছ' গল্পে নিমগাছটি কার প্রতীক? ক. সর্বংসহা নারী খ. সাধারণ গাছ গ. ব্যথিত নারী ঘ. নির্যাতিত নারী উত্তর : খ. সাধারণ গাছ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়