ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছে প্রায় ৫৫ জন।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ৯ মার্চ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস
এম মাকসুদ কামাল।
এই ইউনিটে ১৩০টি আসনের
জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর
সংখ্যা হলো ৭,০৫২ জন।