জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : দেশের শেয়ারবাজারে প্রথম ইসলামী শরিয়াহভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে? উত্তর :১৩ জানুয়ারি ২০১১ প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কী? উত্তর :নিঃসঙ্গ লড়াই প্রশ্ন :গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা কে? উত্তর :কাজী আনোয়ার হোসেন প্রশ্ন :বাংলা কমিকসের জনক কে? উত্তর :নারায়ণ দেবনাথ প্রশ্ন :শেখ রাসেল দিবস কবে? উত্তর :১৮ অক্টোবর প্রশ্ন : বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত? উত্তর :জকিগঞ্জ, সিলেট প্রশ্ন :বাংলাদেশের মোট উপজেলা কতটি? উত্তর :৪৯৫টি প্রশ্ন :২৬ জুলাই ২০২১ ঘওঈঅজ-এর ১১৭তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেওয়া হয়? উত্তর : ঈদগাঁও, কক্সবাজার, ডাসর, মাদারীপুর ও মধ্যনগর, সুনামগঞ্জ প্রশ্ন :হাসান আজিজুল হক রচয়িতা উপন্যাস উত্তর :আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান ও শামুক প্রশ্ন :২৪ অক্টোবর ২০২১ উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর : ১,৪৭০ মিটার প্রশ্ন :২০২১ সালে প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? উত্তর :গড়ঞওঠ ঈৎবধঃরড়হং খরসরঃবফ প্রশ্ন : ২০২১ সালে যুক্তরাজ্যের সন পদক লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর : মেরিনা তাবাসুম প্রশ্ন : ২০২১ সালের ডওঞঝঅ ঊসরহবহঃ চবৎংড়হং অধিৎফ লাভ করেন কে? উত্তর : শেখ হাসিনা। প্রশ্ন : ২০২১ সালের অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর : সজীব ওয়াজেদ জয়