চবির 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে 'বি' ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ১৬ হাজার ৩৮৩ জন। পাসের হার ২৮ দশমিক ৭ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৪০ হাজার ৬৯২ জন। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম ১২ মার্চ ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। চবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৭ হাজার ৭৫ জন অংশগ্রহণ করেন।
ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরীক্ষার আইডি লগইন করেও ফলাফল জানতে পারবেন। উলেস্নখ্য, চবির কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি' ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ২২১টি।