জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : এ২এ-এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? উত্তর : ভারত, চীন ও জাপান প্রশ্ন : দেশের প্রথম টানেলের নাম কী? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রশ্ন : দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে উত্তর : কর্ণফুলী প্রশ্ন : পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদু্যৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুলিস্ন উদ্বোধন করা হয় কবে? \হউত্তর : ১০ অক্টোবর ২০২১ প্রশ্ন : ২০২১ সালে মোস্তফা (স.) পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর : ডক্টর এম জাহিদ হাসান। প্রশ্ন :দেশে চরম দারিদ্র্যে শীর্ষ জেলা- উত্তর : কুড়িগ্রাম। প্রশ্ন : দেশে চরম দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি? উত্তর : নারায়ণগঞ্জ প্রশ্ন : পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : তৃতীয় প্রশ্ন : ২০২১ সালে কোন বাংলাদেশি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? উত্তর :ডক্টর ফেরদৌস কাদরী প্রশ্ন : বঙ্গবন্ধু ধান ১০০-এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? উত্তর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ইজজও) প্রশ্ন : বর্তমানে দেশের মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? উত্তর :৪৩৮ জন প্রশ্ন : প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদীর উপর? উত্তর : ব্রহ্মপুত্র প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা কত? উত্তর : ১০৮টি প্রশ্ন : দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর : শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি কিশোরগঞ্জ প্রশ্ন : মোট জনসংখ্যা কত? উত্তর : ১৬.৮২ কোটি প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর : ১.৩৭% প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি কত? উত্তর : ১,১৪০ জন