পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
৫. পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব নিচের কোনটিতে প্রকাশ পায় না? ক. বনের গাছপালা কেটে বাড়িঘর নির্মাণ খ. কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার গ. মৌলিক চাহিদার ওপর জীবনযাত্রার মান নির্ভরশীল ঘ. ভূগর্ভের পানি সেচ কাজে ব্যবহার উত্তর: গ. মৌলিক চাহিদার ওপর জীবনযাত্রার মান নির্ভরশীল ৬. জাকারিয়া একজন কৃষিবিদ, তিনি তার জমিতে অতিরিক্ত উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন এর ফলে কী ক্ষতি হবে? ক. পানি দূষিত হবে খ. মাটির উর্বরতা কমে যাবে গ. ফসল উৎপাদন কমবে ঘ. বায়ু দূষিত হবে উত্তর: ক. পানি দূষিত হবে ৭. মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান অত্যাবশ্যক। নিচের কোনটি বৃদ্ধিতে এগুলোর অভাব পূরণ অসম্ভব হয়ে পড়ে? ক. জনসংখ্যা খ. রাষ্ট্রীয় সম্পদ গ. প্রাকৃতিক সম্পদ ঘ. সামাজিক সম্পদ উত্তর: ক. জনসংখ্যা ৮. মিম পরিবারের আয়মূলক কাজ করায় বিদ্যালয়ে যায় না। এ কারণে সে কোনটি থেকে বঞ্চিত হচ্ছে? ক. বস্ত্র চ খ. শিক্ষা গ. চিকিৎসা ঘ. বাসস্থান উত্তর:খ. শিক্ষা ৯. আব্দুস সাত্তার তার সাত সন্তানের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে ব্যর্থ। এর মূল কারণ হলো- ক. চাহিদা বেশি খ. শিক্ষার অভাব গ. বুদ্ধির অভাব ঘ. সদস্যসংখ্যা বেশি উত্তর:ঘ. সদস্যসংখ্যা বেশি ১০. দেশে সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়া ও উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ার ক্ষেত্রে কোনটি অন্যতম কারণ বলে বিবেচিত? ক. শিক্ষার হার বেড়ে যাওয়া খ. জনসংখ্যার হার বেড়ে যাওয়া গ. সম্পদের সীমাবদ্ধতা ঘ. অপর্যাপ্ত জনসংখ্যা উত্তর:খ. জনসংখ্যার হার বেড়ে যাওয়া ১১. জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি এবং জীবিকা নির্বাহ করছে। এর ফলাফল হিসেবে কী ঘটছে? ক. কৃষি জমি বৃদ্ধি পাচ্ছে খ. জীবনমান উন্নত হচ্ছে গ. ঘূর্ণিঝড় কমে যাচ্ছে ঘ. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন হচ্ছে উত্তর:ঘ. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন হচ্ছে ১২. শিক্ষা মানুষের মৌলিক অধিকার কিন্তু আমাদের দেশে শিক্ষিত লোকের সংখ্যা কম। শিক্ষিত জনগোষ্ঠী কম হওয়ার জন্য তুমি কোনটিকে বেশি দায়ী করবে? ক. শিক্ষার প্রতি অনাগহ খ. মানুষের জীবনযাত্রার মান কম গ. অতিরিক্ত জনসংখ্যা ঘ. অশিক্ষিত বাবা-মা উত্তর:গ. অতিরিক্ত জনসংখ্যা ১৩. আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শ্রমশক্তি বিদেশে রপ্তানি করতে পারি। এর ফলে আমাদের দেশের জন্য কী হবে? ক. মানুষের লেখাপড়ায় আগ্রহ কমবে খ. বেকার সমস্যা বৃদ্ধি পাবে গ. মানুষের জীবনযাত্রার মান কমবে ঘ. বৈদেশিক মুদ্রা আয় করা যাবে উত্তর:ঘ. বৈদেশিক মুদ্রা আয় করা যাবে ১৪. রতনের পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় সে ঠিকমতো খেতে পায় না। এ কারণে সে প্রায় অসুস্থ থাকে। তার অসুস্থতার কারণ কী? ক. পুষ্টির অভাব খ. স্বাস্থ্যকর পরিবেশের অভাব গ. বাসস্থানের অভাব ঘ. চিকিৎসা সেবার অপ্রতুলতা উত্তর: ক. পুষ্টির অভাব ১৫. তোমার মতে, গ্রামের লোকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে কী দরকার? ক. সুষ্ঠু পরিকল্পনা খ. ইচ্ছামতো কাজ করা গ. চাকরিতে নিয়োগ বৃদ্ধি ঘ. অধিক পরিবার গঠন উত্তর:ক. সুষ্ঠু পরিকল্পনা ১৬. তোমার মতে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কোনটি? ক. জনসম্পদ খ. ব্যবসা গ. পরিবেশ ঘ. চাকরি উত্তর:ক. জনসম্পদ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়