জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :বাংলাদেশে কবে ভ্যাট চালু হয়? উত্তর :১৯৯১ সালের ১ জুলাই। প্রশ্ন :বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কবে প্রতিষ্ঠা লাভ করে? উত্তর :১৬ ডিসেম্বর, ১৭৭১। প্রশ্ন :দেশের বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম কী? উত্তর :সোনালী ব্যাংক। প্রশ্ন :বাংলাদেশের প্রথম নোট চালু হয় কবে থেকে? উত্তর :৪ মার্চ, ১৯৭২। প্রশ্ন :বাংলাদেশের সরকারি নোট কয়টি? উত্তর :৩টি। প্রশ্ন :প্রস্তাবিত পদ্মা সেতুর কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর :মুন্সীগঞ্জ ও শরীয়তপুর। প্রশ্ন :দেশের বৃহত্তম স্থলবন্দও কোনটি ও অবস্থান কোথায়? উত্তর :বেনাপুল, যশোর। প্রশ্ন :বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্রের বন্দরটির নাম কী? উত্তর :সোনালিয়া। প্রশ্ন :বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের 'হলি আর্টিজেন রেস্তোরাঁয়' জঙ্গি হামলা হয় কত তারিখে? উত্তর :২ জুলাই, ২০১৬। প্রশ্ন :উপমহাদেশের সর্বপ্রথম কবে এবং কে রেল ব্যবস্থা চালু করেন? উত্তর :১৮৫৩ সালে লর্ড ডালহৌসী। প্রশ্ন :'রামপুরা টেলিভিশন' কেন্দ্রটি কত সালে স্থাপিত হয়? উত্তর :১৯৭৫ সালে। প্রশ্ন :স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল? উত্তর :শহীদ মিনারের। প্রশ্ন :প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত? উত্তর :মহাস্থানগড়। প্রশ্ন :বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? উত্তর :পালবংশ। প্রশ্ন :পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর :১৭৬১ সালে। প্রশ্ন :বাংলার বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? উত্তর :ঈশা খাঁ। প্রশ্ন :বংলা নববর্ষের প্রবক্তা কে? উত্তর :সম্রাট আকবর। প্রশ্ন :সিপাহি বিপস্নব কত সালে সংঘটিত হয়েছিল? উত্তর :১৮৫৭ সালে। প্রশ্ন :ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের মধ্যে কাদের অবস্থান প্রথম? উত্তর :পতুগিজদের।