একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

প্রকাশ | ২৪ মার্চ ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
৮৬. সামাজিক নীতি বাস্তবায়নের বড় বাধা হিসেবে তুমি নিচের কোনটিকে চিহ্নিত করবে? ক) নিরক্ষরতা খ) বেকারত্ব গ) বিশৃঙ্খলা ঘ) দুর্নীতি উত্তর : ঘ) দুর্নীতি ৮৭. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। মাসুদ সাহেবকে সামাজিক উন্নয়নের জন্য কি হিসেবে কাজ করতে হয়? ক) ঈযধহমব গধশবৎ খ) ঈযধহমব খধনড়ঁৎ গ) ঈযধহমব অমবহঃ ঘ) ঈযধহমব ডড়ৎশবৎ উত্তর : গ) ঈযধহমব অমবহঃ ৮৮. সামাজিক নীতি চূড়ান্তভাবে প্রণয়নের পূর্বে কী প্রস্তুত করা হয়? ক) পরিকল্পনা খ) আইন গ) খসড়া ঘ) কমিটি উত্তর : গ) খসড়া ৮৯. সামাজিক নীতি কিসের উপর ভিত্তি করে প্রণীত হয়? ক) ব্যক্তির চাহিদার ওপর খ) জনগণের চাহিদার ওপর গ) দলে চাহিদার ওপর ঘ) সমাজকর্মী চাহিদার ওপর উত্তর : খ) জনগণের চাহিদার ওপর ৯০. নীতি প্রণয়নে কিসের প্রয়োজন হয়? ক) সামাজিক পরিকল্পনার খ) বিভিন্ন তথ্য সংগ্রহের গ) অদক্ষ শ্রমিকের ঘ) সামাজিক কার্যক্রমের উত্তর : খ) বিভিন্ন তথ্য সংগ্রহের ৯১. কোনটি ব্যতিরেকে নীতি প্রণয়ন সম্ভব নয়? ক) সমাজকর্মী খ) তথ্য গ) ব্যক্তি ঘ) আইন উত্তর : খ) তথ্য ৯২. নীতি প্রণয়ন চূড়ান্ত হলে তা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয় কেন? ক) পরিকল্পনার জন্য খ) গবেষণার জন্য গ) অনুমোদনের জন্য ঘ) মূল্যায়নের জন্য উত্তর : গ) অনুমোদনের জন্য ৯৩. কারা নীতি ফলাফল বিশ্লেষণে নীতিনির্ধারকদের সহায়তা করে থাকে? ক) সমাজকর্মীরা খ) সাংবাদিকরা গ) পেশাজীবীরা ঘ) আইনজীবীরা উত্তর : ক) সমাজকর্মীরা ৯৪. জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১-এর লক্ষ্য হলো- র. নারী-পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা রর. নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা ররর. নারী উন্নয়নে প্রয়োজনীয় সহায়ক সেবা প্রদান করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৯৫. বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সফলতার মুখ না দেখার যথার্থ কারণ হলো- র. রাজনৈতিক অস্থিরতা রর. সুশাসনের অভাব ররর. প্রাকৃতিক দুর্যোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৯৬. সামাজিকনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে- র. সামাজিক ও মানবীয় প্রয়োজন মেটানো রর. সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ররর. সামাজিক সমস্যা মোকাবিলা করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : খ) র ও ররর ৯৭. কাজের পূর্ব চিন্তাকে কী বলে? ক) অনুধ্যান খ) ভাবনা গ) পরিকল্পনা ঘ) অনুমান উত্তর : গ) পরিকল্পনা ৯৮. 'ঝড়পরধষ চষধহহরহম: ঈড়হপবঢ়ঃ ঞবপযহরয়ঁবং' গ্রন্থের রচয়িতা কে? ক) এইচ বি ট্রেকার খ) রিচার্ড টিটমাস গ) শর্মা ও শাস্ত্রী ঘ) আর্থার ডানহাম উত্তর : গ) শর্মা ও শাস্ত্রী ৯৯. পরিকল্পনা কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করে? ক) নিয়ন্ত্রিত খ) অনিয়ন্ত্রিত গ) ধারাবাহিক ঘ) অলিখিত উত্তর : গ) ধারাবাহিক ১০০. প্রতিটি পরিকল্পনারই থাকে- র. সুনির্দিষ্ট কর্মসূচি রর. সুনির্দিষ্ট লক্ষ্য ররর. সুনির্দিষ্ট উদ্দেশ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) রর ও ররর ১০১. সামাজিক নীতি প্রয়োজনীতা কোন ক্ষেত্রে? ক) শিক্ষাক্ষেত্রে খ) রাজনৈতিকক্ষেত্রে গ) রাষ্ট্রীয়ক্ষেত্রে ঘ) সর্বক্ষেত্রে উত্তর : ঘ) সর্বক্ষেত্রে \হ১০২. সামাজিক পরিকল্পনা গ্রহণের প্রক্রিয়া অনুসরণ করা হয়? ক) দুই ধরনের খ) তিন ধরনের গ) চার ধরনের ঘ) পাঁচ ধরনের উত্তর : ক) দুই ধরনের নিচের উদ্দীপকটি পড়ে ১০৩ ও ১০৪নং প্রশ্নের উত্তর দাও। শিক্ষাব্যবস্থা আধুনিকীকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছিল। শিক্ষিতমহল আশা করেছিল এ নীতি বাস্তবায়ন হলে তথ্যপ্রযুক্তির এ যুগে বাংলাদেশ নিজেকে এগিয়ে নিতে সক্ষম হবে। ১০৩. শিক্ষানীতি কোন ধরনের নীতির আওতাভুক্ত? ক) সামাজিকনীতি খ) রাষ্ট্রীয়নীতি গ) পারিবারিকনীতি ঘ) আন্তর্জাতিকনীতি উত্তর : ক) সামাজিক নীতি ১০৪. ২০১০ সালের শিক্ষানীতি বাস্তবায়িত হলে- র. বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষানীতির সাথে তাল মেলাতে পারবে রর. ধর্মীয় শিক্ষা উপেক্ষিত হবে ররর. তথ্যপ্রযুক্তির উন্নতি হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : খ) র ও ররর ১০৫. সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে নিচের কোনটি বিবেচিত? ক) সামাজিক পরিকল্পনা খ) সামাজিক গবেষণা গ) সামাজিক উন্নয়ন ঘ) সামাজিক পর্যবেক্ষণ উত্তর : ক) সামাজিক পরিকল্পনা ১০৬. পরিকল্পনার স্বরূপ বলে দেয় কোনটি- ক) পরিকল্পনার প্রক্রিয়া খ) পরিকল্পনার ধাপ গ) পরিকল্পনার বৈশিষ্ট্য ঘ) পরিকল্পনা পূর্বশর্ত উত্তর : গ) পরিকল্পনার বৈশিষ্ট্য হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়