সাধারণ জ্ঞান ও বিজ্ঞান

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

জিনাত বিনতে জামান প্রভাষক, ঢাকা কলেজ
১১. ' ডিজ আর্মিং ইরাক' গ্রন্থের রচয়িতা কে? ক) সালমান রুশদী খ) কুলদীপ নায়ার গ) হ্যান্স বিস্নস্ক ঘ) বারাক ওবামা সঠিক উত্তর : গ) হ্যান্স বিস্নস্ক ১২. উপমহাদেশ থেকে এ পর্যন্ত কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? ক) চারজন খ) ছয়জন গ) আটজন ঘ) সাতজন সঠিক উত্তর : ঘ) সাতজন ১৩. মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়? ক) ১৯৭৩ খ) ১৯৮১ গ) ১৯৯১ ঘ) ১৯৭১ সঠিক উত্তর : ক) ১৯৭৩ ১৪. 'কার্টাগেনা' প্রটোকল হচ্ছে- ক) ইরাক পুনর্গঠন চুক্তি খ) যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি গ) জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি ঘ) জাতিসংঘের অস্ত্র নিরাপত্তাবিষয়ক চুক্তি সঠিক উত্তর : গ) জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি ১৫. 'বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত? ক) চীন খ) কোরিয়া গ) জাপান ঘ) ইন্দোনেশিয়া সঠিক উত্তর : ঘ) ইন্দোনেশিয়া ১৬. বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা কে করেছেন? ক) পঞ্চানন কর্মকার খ) কামরুল হাসান গ) জয়নুল আবেদিন ঘ) এসএম কিবরিয়া সঠিক উত্তর : খ) কামরুল হাসান ১৭. খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কতজন? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৮ সঠিক উত্তর : ক) ২ ১৮. মানবতাবিরোধী অপরাধের জন্য কাদের মোলস্নার রায় ঘোষণা হয় কবে? ক) ৫ ফেব্রম্নয়ারি ২০১৩ খ) ৬ ফেব্রম্নয়ারি ২০১৩ গ) ৫ জানুয়ারি ২০১৩ ঘ) ৬ জানুয়ারি ২০১৩ সঠিক উত্তর : ক) ৫ ফেব্রম্নয়ারি ২০১৩ ১৯. সম্প্রতি ৬ দফার অনুসরণে কোথায় ৬ দফা দাবি উত্থাপন করা হয়? ক) গণজাগরণ মঞ্চ ঢাকায় খ) দক্ষিণ সুদানে গ) বেলুচিস্তানে ঘ) পাকিস্তানের সোয়াত উপত্যকায় সঠিক উত্তর : গ) বেলুচিস্তানে ২০. ইমরান খানের দলের নাম কি? ক) তেহরিক ই ইনসান খ) তেহরিক ই ইনসাফ গ) তেহরিক ই পাকিস্তান ঘ) তেহরিক ই ইমরান সঠিক উত্তর : খ) তেহরিক ই ইনসাফ বিজ্ঞান ১. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক- ক) কম হয় খ) বেশি হয় গ) একই থাকে ঘ) অর্ধেক হয় সঠিক উত্তর : খ) বেশি হয়