প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায়-

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
১৭৩। বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায় -। উত্তর : ফল ও সবজিতে ১৭৪। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রম্নত তথ্য বা সংবাদ পাঠাতে ব্যবহার করা হয় -। উত্তর : ইন্টারনেট ১৭৫। পাওয়ার টিলার - ক্ষেত্রের প্রযুক্তি। উত্তর : কৃষি ১৭৬। দিন ও রাতের দৈর্ঘ্য - দ্বারা প্রভাবিত নয়। উত্তর : প্রযুক্তির ১৭৭। তুমি তোমার এলাকার মানুষকে - রঙের নলকূপের পানি পান করতে নিষেধ করবে। উত্তর : লাল ১৭৮। অনেক তথ্য অল্প জায়গায় ও সহজে বহন করার জন্য ব্যবহার করা হয় -। উত্তর : পেনড্রাইভ ১৭৯। কাশফুল ফোটে - ঋতুতে। উত্তর : শরৎ ১৮০। বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে তুমি - দিয়ে লোহার গুঁড়োকে আলাদা করবে। উত্তর : চুম্বক দন্ড ১৮১। মাছ - সাহায্যে শ্বাসকার্য চালায়। উত্তর : ফুলকার ১৮২। সামুদ্রিক মাছে - প্রচুর পরিমাণে পাওয়া যায়। উত্তর : আয়োডিন ১৮৩। মানুষের দেহ - পরিবাহী। উত্তর : বিদু্যৎ ১৮৪। পাঁচড়া - রোগ। উত্তর : ছোঁয়াচে ১৮৫। বিষধর সাপের বিষদাঁত থাকে - টি। উত্তর : দুই ১৮৬। লেবুর রস - তৈরির উপাদান নয়। উত্তর : স্যালাইন ১৮৭। জন্ডিস - রোগ। উত্তর : যকৃতের ১৮৮। আদমশুমারি - বছর অন্তর হয়। উত্তর : ১০ বছর ১৮৯। প্রাণী নিজের - নিজে তৈরি করতে পারে না। উত্তর : খাদ্য ১৯০। সূর্যের তাপে পানি - পরিণত হয়। উত্তর : বাষ্পে ১৯১। - ফুডে খাদ্য আঁশ নেই। উত্তর : জাঙ্ক ১৯২। সব উৎসের পানি - নয়। উত্তর : নিরাপদ ১৯৩। চাঁদের নিজস্ব - নেই। উত্তর : আলো ১৯৪। শরীরের ভেতরে ভাঙা হাড়কে শনাক্ত করতে - ব্যবহার করা হয়। উত্তর : এক্স-রে ১৯৫। মাটিদূষণের জন্য দায়ী -। উত্তর : পস্নাস্টিক ১৯৬। বন্যা - দূষণের প্রাকৃতিক কারণ। উত্তর : পরিবেশ ১৯৭। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে - বলা হয়। উত্তর : বিজ্ঞান