বেরোবিতে আইডি কার্ড বিতরণ

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১১ এপ্রিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষ স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউলস্নাহ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিভাগটির সব নতুন শিক্ষার্থীকে আইডি কার্ড পরিয়ে দেন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) আবু হেনা মুস্তাফা কামাল। আইডি কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. মো. রশীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগটির বিভাগীয় প্রধান মো. শাহজালাল। অন্যান্যের মধ্যে এসময় বিভাগটির সহযোগী অধ্যাপক ও শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট মো. ফেরদৌস রহমান, সহকারী প্রক্টর মো. মাসুদ-উল-হাসান ও মো. আব্দুলস্নাহ্‌-আল-মাহবুবসহ অন্য শিক্ষক, কর্মকর্তা এবং ব্যাচটির সব শিক্ষার্থী উপস্থিত ছিলেন।