ববিতে ১৯ দিনের ছুটি

প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঈদুল ফিতর, শবেকদর ও ইস্টার সানডে উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ ছুটি চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৭ মার্চ বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়, ইস্টার সানডে, শবেকদর, ঈদুল ফিতর উপলক্ষে ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিল ছুটি থাকবে। তবে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে নিরাপত্তাসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে। ছুটি সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, রোজা থেকে ক্লাস করা বা পরীক্ষা দেওয়া মারাত্মক কষ্টের। অনেক বিশ্ববিদ্যালয় রোজার শুরুতে ছুটি দিলেও ববি ছুটি দিচ্ছে প্রায় ২০ রোজার সময়। তবে উচিত ছিল শিক্ষার্থীদের কথা চিন্তা করে রোজার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ছুটিতে যাওয়া।