পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
৬২. কোনটি সমাজের সম্পদ? ক. পাহাড় খ. সমুদ্র গ. বায়ু ঘ. পার্ক উত্তর:ঘ. পার্ক ৬৩. কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা? ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ গ. নিয়ম ভাঙা ঘ. সম্পদ সংগ্রহ উত্তর: গ. নিয়ম ভাঙা ৬৪. নাগরিক হিসেবে আমাদের কর্তব্য নয় কোনটি? ক. ভোট দান খ. নিয়মিত কর প্রদান গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা ঘ. গোপনে অন্য রাষ্ট্রের পক্ষে কাজ করা উত্তর: ঘ. গোপনে অন্য রাষ্ট্রের পক্ষে কাজ করা ৬৫. কোনটিকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের সবার দায়িত্ব? ক. পরিবারকে খ. সমাজকে গ. রাষ্ট্রকে ঘ. সরকারকে উত্তর:খ. সমাজকে ৬৬. রাস্তায় কীভাবে দুর্ঘটনা ঘটতে পারে? ক. ট্রাফিক আইন মেনে চললে খ. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিলে গ. জেব্রাক্রসিং ব্যবহার করলে ঘ. ওভারব্রিজ ব্যবহার করলে উত্তর:খ. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিলে ৬৭. সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মার দায়িত্ব ও কর্তব্য কী? ক. আইন মেনে চলা খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা ঘ. নিয়মিত কর প্রদান উত্তর:খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা ৬৮. নিজ ধর্মের অনুষ্ঠান উৎসব পালন করা কোন ধরনের অধিকার? ক. রাষ্ট্রীয় অধিকার খ. পারিবারিক অধিকার গ. সামাজিক অধিকার ঘ. মৌলিক অধিকার উত্তর:গ. সামাজিক অধিকার ৬৯. নিচের কোনটি সামাজিক সম্পদ নয়? ক. রাস্তাঘাট খ. যানবাহন গ. গাছপালা ঘ. ঘরবাড়ি উত্তর:ঘ. ঘরবাড়ি ৭০. দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সরকার কী করে? ক. কর ধার্য করে খ. আইনকানুন প্রণয়ন করে গ. কর্মচারী নিয়োগ দেয় ঘ. নির্বাচন পরিচালনা করে উত্তর: খ. আইনকানুন প্রণয়ন করে ৭১. সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব কাদের? ক. দেশের নেতাদের খ. সাধারণ মানুষের গ. আমাদের সবার ঘ. রাষ্ট্রের উত্তর:গ. আমাদের সবার নারী-পুরুষ সমতা ১. আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন? ক. নারী শিক্ষার জন্য খ. নারীদের বেতন বৃদ্ধির জন্য গ. নারীদের চাকরি দেওয়ার জন্য ঘ. নারী-পুরুষের বৈষম্য হ্রাসের জন্য উত্তর: ঘ. নারী-পুরুষের বৈষম্য হ্রাসের জন্য ২. একই পরিবারে ছেলে এবং মেয়ে সন্তানদের মধ্যে সুযোগ-সুবিধার ক্ষেত্রে সমতা নিশ্চিত করা প্রয়োজন কেন? ক. উভয়কেই খুশি রাখার জন্য খ. উভয়েই একই পরিবারের সদস্য বলে গ. পরিবারে উভয়েরই সমান অবদান থাকে বলে ঘ. উভয়েরই সমান অধিকার রয়েছে বলে উত্তর: ঘ. উভয়েরই সমান অধিকার রয়েছে বলে ৩. আগের দিনে মেয়েশিশুকে বিদ্যালয়ে ভর্তি না করার কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী? ক. রাজনৈতিক বাধা খ. সামাজিক বাধা গ. অর্থনৈতিক বাধা ঘ. ধর্মীয় বাধা উত্তর: খ. সামাজিক বাধা ৪. আমাদের দেশে কারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত? ক. শিশুরা খ. বৃদ্ধরা গ. ছেলেরা ঘ. মেয়েরা উত্তর:ঘ. মেয়েরা ৫. জামির ও লোপা একই অফিসে একই পদে চাকরি করে। তাদের সুযোগ সুবিধা একই রকম। এর কারণ হলো- ক. নারী অগ্রাধিকার খ. নারী-পুরুষের সমতা গ. নারী-পুরুষের বৈষম্য ঘ. পুরুষ অগ্রাধিকার উত্তর: খ. নারী-পুরুষের সমতা ৬. বেগম রোকেয়ার মতে, নারী জাতির দুঃখদুর্দশা দূর করতে কোনটি অপরিহার্য? ক. পর্দা খ. বিয়ে গ. রান্নাবান্না ঘ. শিক্ষা উত্তর: ঘ. শিক্ষা ৭. ছোটবেলা থেকে কাউকে ছেলে বা কাউকে মেয়ে এভাবে না দেখে কী হিসেবে দেখতে হবে? ক. বন্ধু খ. সহকর্মী গ. ভাইবোন ঘ. মানুষ উত্তর:ঘ. মানুষ ৮. নারী নির্যাতনের উদাহরণ কোনটি? ক. সংসার করা খ. স্ত্রীকে চাকরিতে দেওয়া গ. সংসারের কাজ করানো ঘ. স্ত্রীর গায়ে হাত তোলা উত্তর: গ. সংসারের কাজ করানো হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়