জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ন্যান্সি পোলোসি
প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ডোরা থাকে- উত্তর : ১৩টি প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকারের নাম- উত্তর : ন্যান্সি পোলোসি প্রশ্ন : কানাডা যুক্তরাষ্ট্র গঠিত- উত্তর : দশটি প্রদেশ ও দুটি অঞ্চল নিয়ে প্রশ্ন : ঐতিহাসিক 'কানাডা অ্যাক্ট' প্রণীত হয়- উত্তর : ১৯৮২ সালে প্রশ্ন : ব্রিটেন কানাডার হাতে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করে- উত্তর : কানাডা অ্যাক্টের মাধ্যমে প্রশ্ন : কানাডার অঙ্গরাজ্য- উত্তর : ১২টি প্রশ্ন : 'পশ্চিমের জিব্রাল্টার' বলা হয়- উত্তর : কানাডার কুইবেক অঞ্চলকে প্রশ্ন : 'ম্যাপল পাতা'র দেশ বলা হয়- উত্তর : কানাডাকে প্রশ্ন : আয়তনের দিক থেকে বিশ্বে কানাডার অবস্থান- উত্তর : দ্বিতীয় প্রশ্ন : কানাডা তথা উত্তর আমেরিকার বৃহত্তম পার্কের নাম- উত্তর : উডর্ যাফোলো ন্যাশনাল পার্ক প্রশ্ন : 'লিলি ফুলের' দেশ বলা হয়- উত্তর : কানাডাকে প্রশ্ন : কাগজশিল্পে বিশ্বে কানাডার অবস্থান- উত্তর : প্রথম প্রশ্ন : 'পপুলার লিবারেশন আর্মি'- উত্তর : মেক্সিকোর গেরিলা সংগঠন প্রশ্ন : মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরকে যুক্ত করেছে- উত্তর : 'ইউকাটাল' খাল প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা মায়া সভ্যতা গড়ে উঠেছে- উত্তর : মেক্সিকোতে প্রশ্ন : কলম্বাস কিউবা আবিষ্কার করেন- উত্তর : ১৪৯২ সালে প্রশ্ন : পার্ল অব অ্যান্টিলিজ নামে পরিচিত- উত্তর : কিউবা প্রশ্ন : ফিদেল ক্যাস্ট্রো রাষ্ট্রপতি জেনারেল বাতিস্তাকে সরিয়ে ক্ষমতা দখল করে- উত্তর : ১৯৫৯ সালে প্রশ্ন : কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর মেয়ে এলিনা ফার্নান্দেজ নির্বাসিত জীবন অতিবাহিত করেছেন- উত্তর : যুক্তরাষ্ট্রে (এলিনা তার পিতা ক্যাস্ট্রো ও কমিউনিজম বিরোধী)