দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৩২. 'একাত্তরের দিনগুলি' রচনায় শরীফ লেখিকার কী হন? ক. ভাই খ. স্বামী গ. বন্ধু ঘ. দেবর উত্তর:খ. স্বামী ৩৩. 'একাত্তরের দিনগুলি' রচনায় মার্সি পিটিশন বিষয়ে জোরালো আপত্তি কে জানিয়েছিল? ক. শরীফ খ. বাঁকা গ. ফকির ঘ. লেখক উত্তর: ক. শরীফ ৩৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালেহ আহমদ ছদ্মনামে কে সংবাদ পাঠ করতেন? ক. আলমগীর কবির খ. শিমুল কবির গ. আলী যাকের ঘ. হাসান ইমাম উত্তর: ঘ. হাসান ইমাম ৩৫. মতিয়ুর রহমানের পরিবার কত তারিখে করাচি থেকে ঢাকা এসেছে? ক. ৫ই সেপ্টেম্বর খ. ১০ই সেপ্টেম্বর গ. ১৫ই সেপ্টেম্বর ঘ. ২৯ শে সেপ্টেম্বর উত্তর: ঘ. ২৯ শে সেপ্টেম্বর ৩৬. বাংলা বিভাগের মনিরুজ্জামান স্যারের শালী কে? ক. মিসেস মতিয়ুর রহমান খ. ডলি গ. মিসেস কামরুল ঘ. মিসেস রাজু আহমেদ উত্তর: ক. মিসেস মতিয়ুর রহমান ৩৭. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সকাল কয়টা পর্যন্ত আকাশযুদ্ধ-বিরতির কথা ছিল? ক. দশটা খ. নয়টা গ. এগারোটা ঘ. বারোটা উত্তর: খ. নয়টা ৩৮. ১৬ই ডিসেম্বর কারা পালাতে গিয়ে বাঙালিকে খুন-জখম করে যাচ্ছিল? ক. মুক্তিযোদ্ধারা খ. রাজাকাররা গ. পাকিস্তানি সেনারা ঘ. গেরিলারা উত্তর: গ. পাকিস্তানি সেনারা ৩৯. ১৬ই ডিসেম্বর দুপুর থেকে সারা শহরে উত্তেজনা ছিল কেন? ক. বেপরোয়া গুলিবর্ষণের কারণে খ. বুদ্ধিজীবী হত্যার কারণে গ. যত্রতত্র নাম দেখে ঘ. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবরে উত্তর: ঘ. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবরে ৪০. 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা কোন নামটা আগে শোনেননি? ক. সালেহ আহমদ খ. আবু মোহাম্মদ আলী গ. আহমেদ চৌধুরী ঘ. আলমগীর কবির উত্তর: ক. সালেহ আহমদ ৪১. জাহানারা ইমামকে শহিদ জননী বলা হয় কেন? ক. মুক্তিযুদ্ধে ছেলে শহিদ হয়েছে বলে খ. মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থ রচনা করেছেন বলে গ. মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন বলে ঘ. মুক্তিযুদ্ধকে চেতনায় ধারণ করেছেন বলে উত্তর: ক. মুক্তিযুদ্ধে ছেলে শহিদ হয়েছে বলে ৪২. জাহানারা ইমামের কোন সন্তান মুক্তিযুদ্ধে শহিদ হন? ক. জামী খ. রুমী গ. বাঁকা ঘ. ফকির উত্তর: খ. রুমী ৪৩. 'একাত্তরের দিনগুলি' রচনায় মার্সি পিটিশন না চাওয়ায় কী প্রকাশ পেয়েছে? ক. আত্মমর্যাদা খ. আপসকামিতা গ. অহংকার ঘ. উদাসীনতা উত্তর: ক. আত্মমর্যাদা ৪৪. হায়দারদের অতর্কিত হামলায় প্রথমেই কোনটি বিশৃঙ্খল হয়ে পড়ে? ক. গ্রামীণ জনপদ খ. সড়কপথ গ. আকাশপথ ঘ. ঢাকায় নগর-জীবন উত্তর: ঘ. ঢাকায় নগর-জীবন ৪৫. 'একাত্তরের দিনগুলি' কী ধরনের রচনা? ক. প্রবন্ধ খ. গল্প গ. স্মৃতিচারণমূলক ঘ. আত্মজীবনী উত্তর: গ. স্মৃতিচারণমূলক ৪৬. 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা কী ব্যক্ত করেছেন? ক. বেদনা খ. সাহিত্য চেতনা গ. মনের আকাঙ্ক্ষা ঘ. প্রচন্ড হতাশা উত্তর: ক. বেদনা ৪৭. গোয়েবলস কে ছিল? ক. লেখক খ. সাংবাদিক গ. হিটলারের সহযোগী ঘ. কুখ্যাত সম্রাট উত্তর: গ. হিটলারের সহযোগী ৪৮. কথিকা অর্থ কী? ক. কথোপকথন খ. কথামালা গ. ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা ঘ. ছোট কবিতা উত্তর: গ. ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা ৪৯. 'বেয়নেট' শব্দের অর্থ কী? ক. বন্দুকে লাগানো বিষাক্ত ছুরি খ. বন্দুক গ. কার্তুজ ঘ. তলোয়ার উত্তর: ক. বন্দুকে লাগানো বিষাক্ত ছুরি ৫০. বিরান শব্দের অর্থ কী? ক. বিষণ্ন খ. জনমানবহীন গ. বর্ণহীন ঘ. বৃক্ষ উত্তর: খ. জনমানবহীন ৫১. আলটিমেটাম অর্থ কী? ক. অনুরূপ খ. অবিকল গ. চূড়ান্ত সময় নির্ধারণ ঘ. জোরপূর্বক উত্তর : গ. চূড়ান্ত সময় নির্ধারণ ৫২. খুরপি অর্থ কী? ক. ছোট খন্তা খ. নিড়ানি গ. কোদাল ঘ. হাতুড়ি উত্তর : ক. ছোট খন্তা ৫৩. 'একাত্তরের দিনগুলি' রচনায় কোন দিন রাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল? ক. শনিবার খ. রবিবার গ. সোমবার ঘ. মঙ্গলবার উত্তর : ক. শনিবার ৫৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় দিনভর বৃষ্টি হয় কখন? ক. শনিবার খ. রবিবার গ. সোমবার ঘ. মঙ্গলবার উত্তর : খ. রবিবার ৫৫. 'রোদ হয় বৃষ্টি হয়, খঁ্যাক-শিয়ালির বিয়ে হয়।'- ছড়াটি কাটছিল কে? ক. রুমী খ. জামী গ. জাহানারা ইমাম ঘ. শরীফ উত্তর : খ. জামী পরবর্তী অংশ আগামী সংখ্যায়