এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
৫৬. কোনো জীব থেকে উঘঅ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে? ক. বায়োমেট্রিক্স খ. ন্যানো টেকনোলজি গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ. বায়োইনফরমেটিকস সঠিক উত্তর: গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং \হ \হনিচের উদ্দীপকের আলোকে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। দেশ থেকে বর্তমানে চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে- ৫৭. উদ্দীপকে প্রযুক্তি কোনটি? ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. বায়োইনফরমেটিকস গ. বায়োমেট্রিক্স ঘ. ন্যানো টেকনোলজি সঠিক উত্তর: ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং \হ ৫৮. উদ্দীপকের কর্মকান্ডে- র. চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে রর. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ররর. জীববৈচিত্র্যের সৃষ্টি হবে নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ৫৯. ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি হয়? ক. একমাত্রিক খ. দ্বি-মাত্রিক গ. ত্রি-মাত্রিক ঘ. বহুমাত্রিক সঠিক উত্তর: গ. ত্রি-মাত্রিক ৬০. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? ক. মার্শাল ম্যাকলুহান খ. টিম বার্নারস লি গ. মার্ক জাকারবার্গ ঘ. ই এফ কড সঠিক উত্তর: ক. মার্শাল ম্যাকলুহান ৬১. মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? ক. ৬ খ. ২৩ গ. ৩৩ ঘ. ৪৬ সঠিক উত্তর: খ. ২৩ \হ নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। লতিফ সাহেবের দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ফার্ম আছে। তিনি তার প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আদান-প্রদান করেন। ৬২. তাঁর যোগাযোগের ব্যবহৃত মাধ্যম- ক. ই-কমার্স খ. টেলিফোন গ. টেলিগ্রাফ ঘ. ই-মেইল সঠিক উত্তর: ঘ. ই-মেইল ৬৩. লতিফ সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো- র. পার্সোনাল ডেটা সার্ভিস রর. সামাজিক যোগাযোগ সার্ভিস ররর. অনলাইন ব্যাক আপ সার্ভিস নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ৬৪. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়? ক. ই-মেইল খ. ফেসবুক গ. টেলিকনফারেন্সিং ঘ. টুইটার সঠিক উত্তর: গ. টেলিকনফারেন্সিং ৬৫. ইন্টারনেটের কল্যাণে সম্ভব হচ্ছে- র. ভিডিও চ্যাটিং রর. ভিডিও কনফারেন্সিং ররর. ই-মেইলিং নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ৬৬. কোনটি ই-কমার্সের বৈশিষ্ট্য? ক. স্বল্পসময়ে ক্রয়-বিক্রয় করা যায় খ. ক্রেতা-বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগ হয় গ. ব্যবসায় আর্থিক খরচ বৃদ্ধি পায় ঘ. ব্যবসায় শ্রম ও ঝুঁকি বৃদ্ধি পায় সঠিক উত্তর: ক. স্বল্পসময়ে ক্রয়-বিক্রয় করা যায় \হ ৬৭. বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? ক. চিকিৎসাবিজ্ঞানে খ. শিক্ষাক্ষেত্রে গ. ব্যক্তি শনাক্তকরণে ঘ. যোগাযোগের ক্ষেত্রে সঠিক উত্তর: গ. ব্যক্তি শনাক্তকরণে ৬৮. আর্থ-সামাজিক উন্নয়নে বৈপস্নবিক পরিবর্তন এনেছে- র. মোবাইল ফোন রর. টেলিভিশন ররর. কম্পিউটার নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর নিচের উদ্দীপকের আলোকে ৬৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও। কামাল মেশিন রিডেবল পাসপোর্টের জন্য অফিসে গেলে তার ছবি তোলা হয় এবং আঙুলের ছাপ নেওয়া হয়। কিছুদিন পর একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসপোর্টটি তৈরি হয়েছে। ৬৯. উদ্দীপকে পাসপোর্ট তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? র. বায়োমেট্রিক্স রর. বায়োইনফরমেট্রিক্স ররর. রোবটিক্স নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ৭০. আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদে বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? ক. রোবটিক্স খ. ভার্চু্যয়াল রিয়েলিটি গ. বায়োমেট্রিক্স ঘ. বায়োইনফরমেট্রিক্স সঠিক উত্তর: খ. ভার্চু্যয়াল রিয়েলিটি নিচের উদ্দীপকের আলোকে ৭১ ও ৭২ নাম্বার প্রশ্নের উত্তর দাও। ড. নাহার অফিসে প্রবেশের সময় দরজার বাটনে বৃদ্ধাঙ্গুলি স্থাপন করার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার-৪০০ তাপ মাত্রায় বিশেষ প্রযুক্তির সাহায্যে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। ৭১. ড. নাহার কোন প্রযুক্তি ব্যবহার করে কক্ষে প্রবেশ করলেন? ক. ন্যানো টেকনোলজি খ. বায়োমেট্রিক্স গ. রোবটিক্স ঘ. বায়োইনফরমেট্রিক্স সঠিক উত্তর: খ. বায়োমেট্রিক্স