দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)
প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
৮২. রোগীদের যে ধরনের চিকিৎসা অতীব প্রয়োজন-
র. মানসিক রর. সামাজিক ররর. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে ৮৩ ও ৮৪নং প্রশ্নের উত্তর দাও।
আলী সাহেব হাসপাতালে চাকরি করেন। তিনি রোগী ও চিকিৎসকের মধ্যে সম্পর্ক স্থাপনে সহায়তা করেন। তিনি রোগীর সহায়তাদানকারী ও পুনর্বাসনকারী হিসেবেও পরিচিত।
৮৩. আলী সাহেব হাসপাতালে কোন পদে চাকরি করেন?
ক) দল সমাজকর্মী খ) বিদ্যালয় সমাজকর্মী
গ) চিকিৎসা সমাজকর্মী ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্মী
উত্তর :গ) চিকিৎসা সমাজকর্মী
৮৪. আলী সাহেবের কাজে উপকৃত হয়-
র. রোগী রর. ডাক্তার ররর. রোগীর আত্মীয়স্বজন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৮৫. জেলখানাগুলোতে আসামিদের সাইকিয়াট্রিক সমাজকর্মের সেবা প্রদান করা হয় কেন?
ক) অপরাধপ্রবণতা হ্রাসে
খ) সচেতনতা সৃষ্টিতে
গ) মানসিক স্বাস্থ্যের উন্নয়নে
ঘ) অপরাধসংক্রান্ত জ্ঞান বৃদ্ধিতে
উত্তর : গ) মানসিক স্বাস্থ্যের উন্নয়নে
৮৬. সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত?
ক) ক্লিনিক্যাল সমাজকর্ম খ) বিদ্যালয় সমাজকর্ম
গ) চিকিৎসা সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম
উত্তর : ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম
৮৭. বিদ্যালয় সমাজকর্মের গোড়াপত্তন হয় কোন ধরনের শিক্ষকের মাধ্যমে?
ক) সহকারী শিক্ষক খ) খন্ডকালীন শিক্ষক
গ) ভিজিটিং শিক্ষক ঘ) শারীরিক শিক্ষার শিক্ষক
উত্তর :গ) ভিজিটিং শিক্ষক
৮৮. কোন শহরে সর্বপ্রথম ঠরংরঃরহম ঞবধপযবৎং-এর প্রবর্তন করা হয়?
ক) মুম্বাই শহরে খ) কলকাতা শহরে
গ) নিউইয়র্ক শহরে ঘ) প্যারিস শহরে
উত্তর :গ) নিউইয়র্ক শহরে
৮৯. কত সালে সর্বপ্রথম সাইকিয়াট্রিক সমাজকর্ম চালু হয়?
ক) ১৯০৬ সালে খ) ১৯০৭ সালে
গ) ১৯১০ সালে ঘ) ১৯১২ সালে
উত্তর : খ) ১৯০৭ সালে
৯০. বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টিতে নিচের কোনটির গুরুত্ব অধিক উপযোগী?
ক) ক্লিনিক্যাল সমাজকর্ম খ) বিদ্যালয় সমাজকর্ম
গ) চিকিৎসা সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম
উত্তর :খ) বিদ্যালয় সমাজকর্ম
৯১. সাহায্যার্থীর সমস্যা সম্পর্কে বেশি জানেন?
ক) সমাজকর্মী খ) সাহায্যার্থী নিজে
গ) সাহায্যার্থীর বন্ধু ঘ) সাহায্যার্থীর আত্মীয়স্বজন
উত্তর :খ) সাহায্যার্থী নিজে
৯২. বিদ্যালয় সমাজকর্মের শিক্ষার্থীদের সহায়তা করেন কেন?
ক) পরিবেশের সাথে খাপ খাওয়াতে
খ) মানসিক অবস্থার উন্নয়নে
গ) শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নে
ঘ) লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধিতে
উত্তর :গ) শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নে
৯৩. শিক্ষার্থীর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকে কে?
ক) সমাজকর্মী খ) শ্রেণি শিক্ষক
গ) প্রধান শিক্ষক ঘ) পিতা-মাতা
উত্তর :ক) সমাজকর্মী
৯৪. বিদ্যালয় সমাজকর্মীর কাজের ফলে-
র. ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়
রর. শিশুশ্রম হ্রাস পায়
ররর. শিক্ষার হার বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৯৫. বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ব্যক্তির-
র. আয় বাড়ানো যায়
রর. ব্যক্তির ক্ষমতার বিকাশে
ররর. শ্রেণি বৈষম্য হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৯৬. জাহিদ সাহেব একজন শিল্প সমাজকর্মী। জাহিদ সাহেবের কাজ হলো-
র. শ্রমিকের বেতন ভাতা নিষিদ্ধ করা
রর. শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান করা
ররর. শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :খ) র ও ররর
৯৭. কীভাবে বার্ধক্য নির্ণয় করা হয়?
ক) মেধার ভিত্তিতে খ) যোগ্যতার ভিত্তিতে
গ) বয়সের ভিত্তিতে ঘ) শিক্ষার ভিত্তিতে
উত্তর :গ) বয়সের ভিত্তিতে
৯৮. বাংলাদেশে প্রবীণ বয়সের শুরু বিবেচনা করা হয় কত বছর বয়স থেকে?
ক) ৫০ বছর খ) ৫৫ বছর
গ) ৬০ বছর ঘ) ৬৫ বছর
উত্তর :গ) ৬০ বছর
৯৯. বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরির বয়সসীমা কত বছর?
ক) ৫০ বছর খ) ৫৫ বছর
গ) ৫৯ বছর ঘ) ৬০ বছর
উত্তর :গ) ৫৯ বছর
১০০. প্রবীণদের কল্যাণে সমাজকর্মীর ভূমিকা হলো-
র. আর্থিক সহায়তা প্রদান করা
রর. বিভিন্ন প্রকার প্রচারণার ব্যবস্থা করা
ররর. সরকারকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) রর ও ররর
১০১. প্রবীণকল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে?
ক) স্বেচ্ছাসেবক খ) চিকিৎসকেরা
গ) রাজনীতিবিদরা ঘ) সমাজকর্মীরা
উত্তর :ঘ) সমাজকর্মীরা
১০২. সমাজকর্মীরা প্রবীণদের কোন ধরনের নিরাপত্তা প্রদান করে থাকে?
ক) সামাজিক খ) রাজনৈতিক
গ) সাংস্কৃতিক ঘ) ধর্মীয়
উত্তর :ক) সামাজিক
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়