সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : দক্ষিণ চীন সাগরে অবস্থিত 'আয়ুনজীন' দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন? উত্তর:ফিলিপাইন প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৪ কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? উত্তর:নাউরু প্রশ্ন : ১ জানুয়ারি ২০২৪ জাপানে কত মাত্রার ভূমিকম্প হয়? উত্তর:৭.৬ প্রশ্ন : জাতিসংঘের গঙঘটঝঈঙ মিশনটি কোন দেশে কাজ করে? উত্তর:ডি আর কঙ্গো প্রশ্ন : ২০২৪ সালের বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে? উত্তর:ওয়ায়েল হালস্নাক, মোহাম্মদ সাম্মাক, জেরি মেন্ডেল ও হাওয়ার্ড ইউয়ান-হাও চ্যাং প্রশ্ন : বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়? উত্তর:ক্যামেরুন প্রশ্ন : তুরস্কের কোন নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ওঝঝ) পৌঁছেন? উত্তর:আলপার গেজারভচি প্রশ্ন : চাঁদে সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ কোনটি? উত্তর:জাপান প্রশ্ন : স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (ঝখওগ) কোন দেশের চন্দ্রযান? উত্তর:জাপান প্রশ্ন :তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর:লাই চিং-তে প্রশ্ন :ডেনমার্কের বর্তমান রাজা কে? উত্তর:দশম ফ্রেডেরিক প্রশ্ন :ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? উত্তর:গ্যাব্রিয়েল আতাল প্রশ্ন :ডড়ৎষফ ঊপড়হড়সরপ ঋড়ৎঁস-এর ৫৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর:১৫-১৯ জানুয়ারি ২০২৪ প্রশ্ন :ডড়ৎষফ ঊপড়হড়সরপ ঋড়ৎঁস-এর ৫৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর:দাভোস, সুইজারল্যান্ড প্রশ্ন :৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? উত্তর:১৬-১৮ ফেব্রম্নয়ারি ২০২৪