বিসিএস প্রস্তুতি সাধারণ বিজ্ঞান

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

জিনাত বিনতে জামান প্রভাষক, ঢাকা কলেজ
১৩. পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান- ক) ৮ ঘণ্টা খ) ১২ ঘণ্টা গ) ৬ ঘণ্টা ঘ) ৮ ঘণ্টা ৩০ মিনিট সঠিক উত্তর : খ) ১২ ঘণ্টা ১৪. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরানোর কারণ- ক) কম্পিউটার খ) অফসেট পদ্ধতি গ) প্রসেস ক্যামেরা ঘ) ফটো লিথোগ্রাফ সঠিক উত্তর : ঘ) ফটো লিথোগ্রাফ ১৫. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? ক) কালো খ) সাদা গ) লাল ঘ) নীল সঠিক উত্তর : ক) কালো ১৬. কোথায় সাঁতার কাটা সহজ? ক) পুকুরে খ) নদীতে গ) সাগরে ঘ) বিলে সঠিক উত্তর : গ) সাগরে ১৭. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? ক) প্রতিফলন খ) সিসমোগ্রাফ গ) হাইগ্রোমিটার ঘ) প্রতিধ্বনি সঠিক উত্তর : ঘ) প্রতিধ্বনি ১৮. বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে কোন উপায়টি সর্বোত্তম? ক) গাড়িতে বসে থাকা খ) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকা গ) কোনো গাছের নিচে আশ্রয় নেয়া ঘ) সৃষ্টিকর্তাকে স্মরণ করা সঠিক উত্তর : খ) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকা ১৯. 'এভিকালচার' বলতে কী বোঝায়? ক) উড্ডয়ন সংক্রান্ত বিদ্যা খ) মৌমাছি চাষ বিদ্যা গ) মৎস্য চাষ বিদ্যা ঘ) পাখিপালন বিদ্যা সঠিক উত্তর : ঘ) পাখিপালন বিদ্যা ২০. নাইজেরিয়ার জাতীয় প্রতীক কোনটি? ক. শাপলা খ. সিংহ গ. ময়ূর \হঘ. ঈগল উত্তর : ঘ. ঈগল ২১. বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষদেশ কোনটি? ক. যুক্তরাষ্ট্র খ. ইরান গ. সৌদি আরব \হঘ. কুয়েত উত্তর : গ. সৌদি আরব ২২. মিায়ানমার কবে স্বাধীনতা লাভ করে? ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে গ. ১৯৫০ সালে ঘ. ১৯৩৯ সালে উত্তর : ক. ১৯৪৮ সালে ২৩. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কী? ক. বস্নু লাইন খ. গ্রিন লাইন গ. সনোরা লাইন \হঘ. পারপল লাইন উত্তর : গ. সনোরা লাইন