এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (ভূগোল দ্বিতীয়পত্র)

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ভূগোল দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি অংশের মডেল টেস্ট দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্ন মান : ২৫ ১। ঢাকার নাম কত সালে বাংলার রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে? ক. ১৬১০ খ. ১৬১২ গ. ১৬১৫ ঘ. ১৬১৮ ২। গম চাষের জন্য কোন ভূমি প্রয়োজন- ক. সমতল খ. পাহাড়ি গ. চালযুক্ত ঘ. উঁচু-নিচু ৩। বাংলাদেশের মেট্রোপলিটন শহর কয়টি? ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬ ৪। 'ঈড়হঁৎনধঃরড়হ' শব্দের অর্থ কী? ক. নগর খ. মহানগর গ. নগরায়ণ ঘ. নগরপুঞ্জ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও: রাসেল গ্রামে তার দাদার বাড়ি বেড়াতে গেল। সেখানে সে দেখল পুরনো একটি বটগাছের নিচে সপ্তাহে দুদিন বহু মানুষ কেনাবেচা করে। ৫। রাসেলের দেখা পণ্যবিনিময়ের এই স্থানকে কী বলে? ক. শপিং মল খ. গ্রামীণ হাট গ. বাজার ঘ. বাণিজ্য এলাকা ৬। উদ্দীপকের স্থানটিতে- র. স্থানীয় দোকান ঘর থাকে রর. দোকানে কোনো ছাউনি থাকে না ররর. নিত্যব্যবহার্য পণ্য ক্রয়-বিক্রয় হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৭। ধানের আধার বলা হয় কোন প্রদেশকে? ক. হুনান খ. হোয়াংহো গ. ইয়াংসিকিয়াং ঘ. সেচুয়ান অববাহিকা ৮। 'ঈধসবষষরধ ংরহবহংরং' কিসের বৈজ্ঞানিক নাম? ক. গম খ. চা গ. আলু ঘ. আখ ৯। কালিমান্টান দ্বীপটি কোন দেশে? ক. ইন্দোনেশিয়া খ. চীন গ. আয়ারল্যান্ড ঘ. নিউজিল্যান্ড ১০। বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ গ্রামে বাস করে? ক. ৫০ খ. ৭০ গ. ৮০ ঘ. ৯০ ১১। জনমিতিক ট্রানজিশনাল মডেলের ব্যাখ্যা প্রদান করেন কে? ক. জন লিংকন খ. লজি বেয়ার্ড গ. ওয়ারেন থমসন ঘ. স্টিফেন থমসন ১২। বাংলাদেশে কৃষির প্রধান ক্ষেত্রগুলো হলো- র. খাদ্যশস্য রর. মৎস্য চাষ ররর. পশু পালন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৩। তিতাস গ্যাস ব্যবহৃত সার কারখানা হলো- র. যমুনা রর. পলাশ ইউরিয়া ররর. ফেঞ্চুগঞ্জ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৪। জনসংখ্যা বৃদ্ধির ফলে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে চাপ পড়ছে কোন পথে? র. সড়ক রর. রেল ররর. নৌ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৫। ডোমিনিয়ন রাষ্ট্রগুলো হলো- র. কানাডা রর. অস্ট্রেলিয়া ররর. নিউজিল্যান্ড নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। প্রায় সারা বছরই বাংলাদেশে বিভিন্ন জাতের ধান উৎপন্ন হয়। ১৬। উদ্দীপকে উলিস্নখিত প্রধান খাদ্যশস্যটি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ক. ৩য় খ. ৪র্থ গ. ৫ম ঘ. ৬ষ্ঠ ১৭। বাংলাদেশের উক্ত ফসলটিকে বিভিন্ন মৌসুমের ওপর ভিত্তি করে বিভক্ত করা যায়- র. আউশ ধানে রর. আমন ধানে ররর. বোরো ধানে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৮। পৃথিবীর উন্নত দেশগুলো শিল্প ও ব্যবসা-বাণিজ্যে উন্নত। এর কারণ কী? ক. শিল্প সম্পদে সমৃদ্ধ খ. কৃষি সম্পদে সমৃদ্ধ গ. মানব সম্পদে সমৃদ্ধ ঘ. খনিজ সম্পদে সমৃদ্ধ ১৯। ভারতীয় প্রজাতন্ত্র কতটি রাজ্যে বিভক্ত? ক. ২৬ খ. ২৭ গ. ২৮ ঘ. ২৯ উদ্দীপক: শিশু ও নারী অধিদপ্তরের আয়োজনে স্থানীয় স্কুলমাঠে একটি আলোচনা সভায় সভাপতি বললেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদের পেছনে রেখে কখনো উন্নয়ন সম্ভব নয়। ২০। উদ্দীপকে উলিস্নখিত জনসংখ্যার অংশবিশেষ কোন শিল্পে সর্বোচ্চ অবদান রাখে? ক. চিনি খ. পোশাক গ. সার ঘ. খনিজ ২১। এ৩-এর সঙ্গে যুক্ত আছে- র. গবীরপ- রর. ঈড়ষড়সনরধ ররর. ঠবহবুঁবষধ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২২। খনিজ সম্পদের অন্তর্ভুক্ত হলো- র. কয়লা রর. প্রাকৃতিক গ্যাস ররর. খনিজ তেল নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২৩। ইঔজও-এর কাজ হলো- র. পাটের নতুন জাত উদ্ভাবন করা রর. পাটের নতুন রোগ নির্ণয় করা ররর. দমন কৌশলসংক্রান্ত গবেষণা করা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২৪। পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে কীভাবে? ক. বিক্ষিপ্তভাবে খ. নিবিড়ভাবে গ. রৈখিকভাবে ঘ. সারিবদ্ধভাবে ২৫। বাংলাদেশের বান্দরবান ও রাঙামাটি জেলায় কোন ধরনের বসতি দেখা যায়? ক. পাহাড়ি খ. দন্ড গ. সমতল ঘ. বৃত্ত