হাবিপ্রবিতে প্রকল্প প্রদর্শনী

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের প্রকল্প (প্রজেক্ট) প্রদর্শনী ১৫ এপ্রিল শেষ হয়েছে। দুদিনব্যাপী এ প্রদর্শনী ১৪ এপ্রিল থেকে শুরু হয়। ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় স্থাপত্য বিভাগের উদ্যোগে প্রকল্প 'স্থাপত্য অনুরণন'-এর প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির অধীনে প্রায় ২০০টি প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, শিক্ষক, কর্মকর্তাদের হাউজিং ডিজাইন, শহীদ মিনার চত্বর, ঐতিহাসিক কান্তজিও মন্দিরের ডিজাইন, কালচারাল সেন্টার, শপিং কমপেস্নক্সসহ বিভিন্ন শহর, দালানকোঠা এবং বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি প্রদর্শন করা হয় এ প্রদর্শনীতে।